চ্যাম্পিয়ন্স লিগে একযোগে হার রোনাল্ডোর বর্তমান ও প্রাক্তন ক্লাবের

হারলেও জুভেন্তাস, রিয়াল, ম্যান ইউ - তিন দলই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে।

Updated By: Dec 13, 2018, 12:57 PM IST
চ্যাম্পিয়ন্স লিগে একযোগে হার রোনাল্ডোর বর্তমান ও প্রাক্তন ক্লাবের

নিজস্ব প্রতিবেদন :  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংয় বয়েজের কাছে হারল রোনাল্ডোর জুভেন্তাস। একই দিনে সিএসকেএ মস্কোর কাছে ঘরের মাঠে রোনাল্ডোর পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদ হারল ০-৩ গোলে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারল সিআর সেভেনের আর এক প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিন হারলেও জুভেন্তাস, রিয়াল, ম্যান ইউ - তিন দলই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের পাঁচ ম্যাচে যে দল কোনও জয়ের দেখা পায়নি সেই ইয়াং বয়েজের কাছেই হেরে গেল জুভেন্তাস। ঘরের মাঠে বুধবার এইচ-গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জেতে ইয়াং বয়েজ। ৩০ মিনিটে গিয়ুম হোয়ারাউ স্পট কিকে এগিয়ে দেয় ইয়াং বয়েজকে। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান সেই গিয়ুম হোয়ারাউ। ম্যাচের ৮০ মিনিটে পাওলো দিবালা ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি রোনাল্ডোরা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এইচ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল।

এইচ গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরোনো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভ্যালেন্সিয়ার কাছে গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে গেল হোসে মোরিনহোর দল।

অন্যদিকে সিআর সেভেনের ছেড়ে আসা রিয়াল মাদ্রিদ গ্রুপের শেষ ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে উড়ে গেল। ঘরের মাঠে ০-৩ গোলে হেরে গেল শেষ তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। প্রথম লেগে এই মস্কোর ঘরের মাঠেই হেরেছিল রিয়াল মাদ্রিদ।

.