Umesh Yadav, BGT 2023: ঘরের মাঠে ১০০ উইকেট নিয়ে কপিল, জাহিরদের তালিকায় নাম লেখালেন 'ব্রাত্য' বিদর্ভ এক্সপ্রেস

অজিদের রান যখন ১৮৬, তখন হ্য়ান্ডসকম্বকে ফিরিয়ে এই ভয়ংকর হয়ে ওঠা জুটি ভেঙে দেন অশ্বিন। ব্যস, সেই শেষের শুরু। এরপর মাত্র ১১ রানে বাকি ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। বিপক্ষের লোয়ার মিডল অর্ডারকে দুরমুশ করে দেন উমেশ।

Updated By: Mar 2, 2023, 02:28 PM IST
Umesh Yadav, BGT 2023: ঘরের মাঠে ১০০ উইকেট নিয়ে কপিল, জাহিরদের তালিকায় নাম লেখালেন 'ব্রাত্য' বিদর্ভ এক্সপ্রেস
আগুনে বোলিংয়ে উইকেট নেওয়ার পর উমেশকে শুভেচ্ছা জানাচ্ছেন সতীর্থরা। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে ভারতীয় টেস্ট দলে ১২ টা বছর কাটিয়ে দিলেন। অথচ উমেশ যাদব (Umesh Yadav) মাত্র ৫৫টি টেস্ট খেলার সুযোগ পেলেন। মোট উইকেট সংখ্যা ১৬৮। এরমধ্যে ঘরের মাঠে ৩১টি টেস্টে পেয়েছেন ১০১টি উইকেট। বিদেশেও 'বিদর্ভ এক্সপ্রেস'-এর (Vidarbha Express) পারফরম্যান্স দেখার মতো। ২৪টি টেস্ট ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট। তবুও টিম কম্বিনেশনের দোহাই দিয়ে তাঁকে ম্যাচের পর ম্যাচ ড্রেসিংরুমে বসে থাকতে হয়েছে। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) সেটা দেখা গিয়েছিল। নাগপুর ও দিল্লিতে মহম্মদ শামি (Mohammed Shami) খেলার জন্য বাইরে ছিলেন উমেশ। তবে ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) আয়োজিত তৃতীয় টেস্টে সুযোগ পেয়ে ১২ রানে ৩ উইকেট নিয়ে নিজের জাত চেনালেন এই অভিজ্ঞ জোরে বোলার। এবং এমন পারফরম্যান্সের জন্য কপিল দেব (Kapil Dev), জভাগল শ্রীনাথ (Javagal Srinath), জাহির খান (Zaheer Khan), ইশান্ত শর্মাদের (Ishant Sharma) তালিকায় নাম লেখালেন উমেশ। 

 প্রথম দিন ভারতের প্রথম ইনিংস ১০৯ রানে শেষ করে দিয়ে, ৪ উইকেটে ১৫৬ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া (Australia)। কঠিন পিচে ৪৭ রানের লিড নিতেই ক্রিকেট পণ্ডিতরা অজিদের এগিয়ে রাখতে শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া (Team India) এভাবে কামব্যাক করবে, সেটা কেউ ভাবতেও পারেননি। প্রথম দিন বলে হাতে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ম্যাজিক দেখিয়েছিলেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৭ রানে গুটিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও উমেশ। ফলে একটা সময় মানসিক ভাবে এগিয়ে থাকলেও মাত্র ৮৮ রানের লিড নিতে পেরেছিল স্টিভ স্মিথের (Steve Smith) দল। 

আরও পড়ুন: BGT 2023: ১০৯ রানে অল আউট হয়ে অদ্ভুত যুক্তি দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

আরও পড়ুন: BGT 2023: উমেশ-অশ্বিনের দাপটে ১৯৭ রান গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, দারুণ কামব্যাক করল ভারত

অজিদের রান যখন ১৮৬, তখন হ্য়ান্ডসকম্বকে ফিরিয়ে এই ভয়ংকর হয়ে ওঠা জুটি ভেঙে দেন অশ্বিন। ব্যস, সেই শেষের শুরু। এরপর মাত্র ১১ রানে বাকি ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। বিপক্ষের লোয়ার মিডল অর্ডারকে দুরমুশ করে দেন উমেশ। তাঁর আগুনে পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেন বাকি অজি ব্যাটাররা। ক্যামেরুন গ্রিন ছাড়া মিচেল স্টার্ক ও টড মারফিকেও ফিরিয়ে দেন তিনি। 

কয়েক দিন আগেই বাবাকে হারিয়েছেন উমেশ। মনের মধ্যে জমে থাকা সেই কষ্টকে সম্বল করেই দেশের মাটিতে তুলে নিলেন ১০০ উইকেট। আর এই নজির গড়ে ভারতের পঞ্চম জোরে বোলার হিসেবে ঘরের মাঠে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন 'বিদর্ভ এক্সপ্রেস'। 

দেশের মাঠে ভারতের সেরা পাঁচ জোরে বোলার 

কপিল দেব - ৬৫ টেস্টে ২১৯ উইকেট 
জভাগল শ্রীনাথ - ৩২ টেস্টে ১০৮ উইকেট 
জাহির খান - ৩৮ টেস্টে ১০৪ উইকেট 
ইশান্ত শর্মা - ৪২ টেস্টে ১০৪ উইকেট 
উমেশ যাদব - ৩১ টেস্টে* ১০১ উইকেট*

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.