শতবর্ষের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল জুর্গেন ক্লিন্সম্যানের দল

চমক দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইকুয়েডরকে দুই-এক গোলে হারিয়ে শতবর্ষের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল জুর্গেন ক্লিন্সম্যানের দল। আয়োজক দেশ হিসেবে কোপার আসরে নেমে শেষচারের টিকিট পাকা করে ফেলল মার্কিন বাহিনী। ম্যাচের বাইশ মিনিটে দলের সেরা তারকা ক্লিন্ট ডেম্পসির গোলে এগিয়ে যায় আমেরিকা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখানো হয় দুই দলের দুই ফুটবলার জার্মেইন জোন্স ও অ্যান্টনিও ভ্যালেন্সিয়াকে।

Updated By: Jun 17, 2016, 11:50 AM IST
শতবর্ষের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল জুর্গেন ক্লিন্সম্যানের দল

ওয়েব ডেস্ক : চমক দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইকুয়েডরকে দুই-এক গোলে হারিয়ে শতবর্ষের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল জুর্গেন ক্লিন্সম্যানের দল। আয়োজক দেশ হিসেবে কোপার আসরে নেমে শেষচারের টিকিট পাকা করে ফেলল মার্কিন বাহিনী। ম্যাচের বাইশ মিনিটে দলের সেরা তারকা ক্লিন্ট ডেম্পসির গোলে এগিয়ে যায় আমেরিকা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখানো হয় দুই দলের দুই ফুটবলার জার্মেইন জোন্স ও অ্যান্টনিও ভ্যালেন্সিয়াকে।

দশ বনাম দশলড়াইয়ে জমে ওঠে দ্বৈরথ। ম্যাচের ৬৫ মিনিটে মার্কিনদের হয়ে ব্যবধান বাড়ান জার্দেস। চুয়াত্তর মিনিটে ইকুয়েডরের হয়ে ব্যবধান কমিয়ে কোয়ার্টার ফাইনালের দ্বৈরথ জমিয়ে দেন আরোয়া। শেষদিকে ইকুয়েডরের প্রবল চাপের সামনেও ২-১ গোলের ব্যবধান ধরে রাখতে সফল হন মার্কিন ফুটবলাররা। সোমিফাইনালে আমেরিকার সামনে আর্জেন্টিনা অথবা ভেনেজুয়েলা।

.