যমজ সন্তানের বাবা হলেন Usain Bolt, নামকরণের চমকে কেঁপে গেলেন নেটাগরিকরা

অতীতে বোল্ট তার কন্যার নাম রেখেছিলেন অলিম্পিয়া লাইটনিং বোল্ট। 

Updated By: Jun 21, 2021, 04:32 PM IST
যমজ সন্তানের বাবা হলেন Usain Bolt, নামকরণের চমকে কেঁপে গেলেন নেটাগরিকরা

নিজস্ব প্রতিবেদন: ফের বাবা হলেন উসেইন বোল্ট (Usain Bolt)। কিংবদন্তি অলিম্পিক স্প্রিন্টারের পার্টনার কাসি বেনেট যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গত রবিবার পিতৃ দিবসে কাসি তাঁর পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, এই সুখবর ভাগ করে নেন সকলের সঙ্গে। তবে বোল্টের বাবা হওয়ার খবর কোথাও যেন ঢাকা পড়ে গেল তাঁর সন্তানদের নামকরণের চমকে। বোল্ট তাঁর দুই সদ্যোজাতের নাম রেখেছেন থান্ডার বোল্ট ও সেন্ট লিও বোল্ট। অতীতে বোল্ট তার কন্যার নাম রেখেছিলেন অলিম্পিয়া লাইটনিং বোল্ট। 

'বিশ্বের দ্রুততম মানব' অলিম্পিক্সের মঞ্চে বিদ্যুৎ গতির দৌড়ের জন্যই আজীবন অ্যাথলেটিক্সের ইতিহাসে থেকে যাবেন,  বোল্ট তাঁর সন্তানদের নামকরণের ক্ষেত্রেও নিজের পরিচয়ের নির্যাস রাখলেন। এক কন্যা ও পুত্রের এই অদ্ভুত নাম দেখে নেটাগরিকরা রীতিমতো চমকে গিয়েছেন। ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়ার খবরের ট্র্যাকে বোল্টের নাম এখন সবার আগে।

আরও পড়ুন: Copa America 2021: হোটেলের ঘরে মেয়েদের ঢুকিয়ে দেদার পার্টি! চরম বিপাকে Arturo Vidal ও তাঁর সতীর্থরা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kasi J. Bennett (@kasi.b)

৩৪ বছরের বোল্ট ২০০৮, ২০১২ ও ২০১৬ অলিম্পিক্স মিলিয়ে আটটি স্বর্ণপদক জেতেন। ২০১৭ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে আলবিদা জানান তিনি। ১০০ মিটার ও ২০০ মিটারে টানা তিনটি অলিম্পিকে ডাবল করার বিশ্বরেকর্ড একমাত্র বোল্টের ঝুলিতেই আছে। ২৩টি মেজর চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী বোল্ট ২০১৯ সালে পেশাদার ফুটবলে কেরিয়ার শুরু করতে চেয়েছিলেন। কিন্তু কেউ বোল্টের সঙ্গে চুক্তি করায় ইচ্ছাপ্রকাশ করেনি। ফলে সবরকমের খেলা থেকেই নিজেকে সরিয়ে নেন বোল্ট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.