করোনার থাবা, প্রয়াত ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার কিশোর ভিমানি

গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Updated By: Oct 15, 2020, 06:16 PM IST
 করোনার থাবা, প্রয়াত ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার কিশোর ভিমানি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  প্রয়াত বিখ্যাত ক্রীড়া সাংবাদিক এবং ধারাভাষ্যকার কিশোর ভিমানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে ক্রীড়া সংবাদিকতা এবং ধারাভাষ্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

 

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিশোর ভিমানির। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইংরেজি দৈনিক 'দ্য স্টেটসম্যান' পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। শুধু ক্রীড়া সাংবাদিকতা নয় উপন্যাসিক হিসেবেও কিশোর ভিমানির পরিচিতি রয়েছে। তাঁর শেষ প্রকাশিত উপন্যাস 'দ্য এক্সিডেন্টাল গডম্যান'। কিশোর ভিমানির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে।

 

আরও পড়ুন - IPL 2020: ফের চোটের ধাক্কা দিল্লি শিবিরে! কাঁধে গুরুতর চোট পেলেন শ্রেয়স আইয়ার  

.