এশিয়া সেরা ভারতের বিজেন্দর

এশিয়া সেরা হলেন বিজেন্দর সিং। অস্ট্রেলিয়ার কেরি হোপকে হারিয়ে এশিয়া প্যাসিফিক খেতাব জিতলেন বিজেন্দর। দশ রাউন্ডের বাউট জিতে পেশাদার বক্সিংয়ে প্রথম খেতাব জিতলেন তিনি।

Updated By: Jul 16, 2016, 11:42 PM IST
এশিয়া সেরা ভারতের বিজেন্দর

ওয়েব ডেস্ক: এশিয়া সেরা হলেন বিজেন্দর সিং। অস্ট্রেলিয়ার কেরি হোপকে হারিয়ে এশিয়া প্যাসিফিক খেতাব জিতলেন বিজেন্দর। দশ রাউন্ডের বাউট জিতে পেশাদার বক্সিংয়ে প্রথম খেতাব জিতলেন তিনি।

আরেকটি মাইলফলক স্পর্শ করলেন বিজেন্দর সিং। পেশাদারি বক্সিংয়ে প্রথম খেতাব জিতলেন তিনি। অস্ট্রেলিয়ার কেরি হোপকে হারিয়ে এশিয়া প্যাসিফিক খেতাব জিতলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বিজেন্দর। এরই পাশাপাশি পেশাদার বক্সিংয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেন ভারতের এই চ্যাম্পিয়ন বক্সার।

২০ কোটি টাকা পাওনা রয়েছে মাহির, দিচ্ছেনা অস্ট্রেলিয় স্পোর্টস ফার্ম

প্রো বক্সিংয়ে টানা সাতটি বাউট জিতলেন বিজেন্দর। বহুদিন ধরেই দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এই ঐতিহাসিক বাউটের দিকে নজর ছিল ভারতের মানুষের। বিজেন্দরের লড়াই দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, যুবরাজ সিং, সুরেশ রায়নার মতো সেলিব্রিটারা। দর্শকদের নিরাশ করেননি বিজেন্দরও। দশ রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াই জিতে এশিয়া সেরা হলেন বিজেন্দর।

.