ইংল্যান্ডে রান না পাওয়া ‘বিরাটই বিশ্বসেরা’, দাবি রবি শাস্ত্রীর

শাস্ত্রী মনে করেন কোহলির আত্মবিশ্বাস যদি ঠিক থাকে তাহলে পুরো দল চার্জড হয়ে থাকবে।

Updated By: Jul 30, 2018, 11:31 PM IST
ইংল্যান্ডে রান না পাওয়া ‘বিরাটই বিশ্বসেরা’, দাবি রবি শাস্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলিদের মনোবল বাড়াতে ময়দানে নামলেন দলের কোচ রবি শাস্ত্রী। প্রায় চার বছর পর  জো রুটদের বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়ককে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে দাবি করেন কোহলিদের কোচ। শাস্ত্রী মনে করেন কোহলির আত্মবিশ্বাস যদি ঠিক থাকে তাহলে পুরো দল চার্জড হয়ে থাকবে।

আরও পড়ুন- বিরাটের ভারত বিদেশেও সেরা হবে, বিশ্বাস রবি শাস্ত্রীর

অতীতের (২০১৪) ইংল্যান্ড সফর সুখকর ছিল না মেন ইন ব্লু-র। টেস্ট এবং একদিনের সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তাই এবার  জো রুটদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলকে বাড়তি উত্সাহে দিতে কোনও ত্রুটিই রাখছেন না বিরাট কোহলিদের হ্যাড স্যার। 

আরও পড়ুন- বিরাট-অনুষ্কাদের ‘সহবাসে বাধা’ বিসিসিআই!

বুধবার এজবাস্টনে ইংল্যান্ড বধে নামার আগে এক সাক্ষাত্কারে ভারত অধিনায়ককে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে দাবি করেন রবি শাস্ত্রী। বিগত ইংল্যান্ড সফরে কোহলির পারফরম্যান্স সন্তোষজনক না হলেও, শাস্ত্রী মনে করেন এবার কোহলির আত্মবিশ্বাস যদি ঠিক থাকে তাহলে পুরো দলের চেহারাই বদলে যাবে। জো রুটদের বিরুদ্ধে তাঁদের লড়াই যে বেশ কঠিন হবে, এটা মেনে নিয়েও কোচের দৃঢ় বিশ্বাস ভারতীয় দলে অনেক প্রতিভাবান এবং অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত।

আরও পড়ুন- টেস্টে ‘ফার্স্ট বয়’ হওয়ার এটাই বিরাট সুযোগ কোহলির

প্রসঙ্গত, এখনও পর্যন্তও ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে ১৭টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। জিতেছে মাত্র ৩টি টেস্ট ম্যাচ। শেষ জিতেছিল ২০১৪ সালে লর্ডসে। ওই টেস্টে ধোনির নেতৃত্বাধীন ভারত জিতেছিল  ৯৫ রানে। তবে সেবার দ্বিতীয় টেস্ট জিতলেও সিরিজ হেরেছিল ভারত।

আরও পড়ুন- কোহলি-পূজারার সঙ্গে ছবি পোস্ট করে ট্রোলড হলেন শিখর ধাওয়ান

এবারে সফরেও জো রুটদের বিরুদ্ধে ৫টি টেস্ট খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ১ আগস্ট এজবাস্টনে টেস্ট অভিযান শুরু করছে ভারত। যা শেষ হবে লন্ডনের ওভালে।

.