COVID-19 যুদ্ধে এবার রণাঙ্গনে Virat-Anushka, ২ কোটি টাকার অনুদান সেলেব কাপলের

২ কোটি টাকার অনুদান দিলেন বিরুষ্কা।

Updated By: May 7, 2021, 01:00 PM IST
 COVID-19 যুদ্ধে এবার রণাঙ্গনে Virat-Anushka, ২ কোটি টাকার অনুদান সেলেব কাপলের

নিজস্ব প্রতিনিধি: এবার করোনা (COVID-19) যুদ্ধে রণাঙ্গনে সেলেব কাপল বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ২ কোটি টাকার অনুদান দিলেন বিরুষ্কা। অনুষ্কা ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে ৫০ মিলিয়ন ফলোয়ার্সকে এই কঠিন সময়ে পাশে থাকার আবেদন জানালেন। অভিনেত্রী ও প্রযোজক অনুষ্কা নিজেই তহবিল সংগ্রহের প্রচার চালাচ্ছেন 'ইন দিজ টুগেদার' (In This Together) নামে।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরে Kohli অ্যান্ড কোং, যাওয়ার আগে কেন Covishield টিকাই নিতে বলা হচ্ছে ?

ভারত অধিনায়কের স্ত্রী ভিডিয়োতে ক্যাপশন দিয়েছেন, “আমাদের দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে। আমাদের স্বাস্থ্য পরিষেবা ভয়ঙ্কর চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। মানুষগুলোর কষ্ট দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তাই আমি আর বিরাট #InThisTogether নামে কেটোর সঙ্গে একটা প্রচার চালাচ্ছি কোভিড তহবিল সংগ্রহের জন্য। আমরা ঘুরে দাঁড়াবই এই পরিস্থিতি থেকে। আপনারাও এগিয়ে আসুন। ভারত ও ভারতীয়দের পাশে থাকুন। আপনাদের অবদান সঙ্কটের সময় বহু মানুষের জীবন বাঁচাতে পারে।”