সচিনকেও ছাপিয়ে যেতে পারেন কোহলি, ভবিষ্যতবাণী কপিল দেবের

বিরাট কোহলির প্রশংসায় একটা অন্য মাত্রা আনলেন কিংবদন্তি কপিল দেব। হরিয়ানার হ্যারিকেন বললেন, বিশ্ব ক্রিকেটে বাকি সব ব্যাটসম্যানের চেয়ে সবচেয়ে বেশি রেকর্ড গড়বেন কোহলি। কপিল মনে করেন বাকিদের তো বটেই চোটমুক্ত থাকতে পারেল কোহলি কেরিয়ার গ্রাফ সচিন তেন্ডুলকরের চেয়েও ভাল হতে পারে।

Updated By: Mar 25, 2014, 07:38 PM IST

বিরাট কোহলির প্রশংসায় একটা অন্য মাত্রা আনলেন কিংবদন্তি কপিল দেব। হরিয়ানার হ্যারিকেন বললেন, বিশ্ব ক্রিকেটে বাকি সব ব্যাটসম্যানের চেয়ে সবচেয়ে বেশি রেকর্ড গড়বেন কোহলি। কপিল মনে করেন বাকিদের তো বটেই চোটমুক্ত থাকতে পারেল কোহলি কেরিয়ার গ্রাফ সচিন তেন্ডুলকরের চেয়েও ভাল হতে পারে।

বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেছেন, " আমি ডন ব্র্যাডসম্যান কিংবা সচিন তেন্ডুলকরের সঙ্গে কোহলির তুলনা করছি না। কারণ আরও একজন ব্র্যাডম্যান কিংবা সচিন হওয়া কোনওদিনই সম্ভব নয়। তবে হ্যাঁ, মাত্র ২৪ বছর বয়সে কোহলি যা করেছে তা ভাবা যায় না। ও আসলে বিরলতম প্রতিভা। মনে হয় ও সচিনের চেয়েও ভাল কিছু করতে পারবে।" সঙ্গে কপিল যোগ করেন, পরবর্তী প্রজন্ম বিগত প্রজন্মের চেয়ে ভাল করবে এটাই হওয়া উচিত।

কপিলের ভবিষ্যতবাণী ৩২ থেকে ৩৪ বছর বয়সে কোহলি যদি এমন ক্রিকেটটা ধারাবাহিকতার সঙ্গে খেলে যেতে পারেন তাহলে তিনি ছাপিয়ে যাবে ভিভ রিচার্ডস, সচিনকেও। সেওয়াগের বড় ভক্ত কপিল বলছেন, বীরুকে দল ফিরতে হলে রান করেই হবে।

ধোনির হয়েই ব্যাট ধরলেন কপিল-- কোহলি বন্দনার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির হয়েই ব্যাট করলেন কপিল দেব। কপিল বললেন, তিন ধরনের ক্রিকেটেই ধোনিকে অধিনায়ক রেখে দেওয়া হোক। হরিয়ানার হ্যারিকেন বলছেন, ধোনির বিকল্প হয় না।

.