দেখুন ভিডিয়ো, I-Day: ব্রিটিশ মুলুকে তেরঙা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাইলেন Kohli রা

কোহলি ও ভারতীয় দলের হেডস্য়ার এদিন রবি শাস্ত্রী পতাকা উত্তোলন করেন। 

Updated By: Aug 15, 2021, 06:13 PM IST
দেখুন ভিডিয়ো, I-Day: ব্রিটিশ মুলুকে তেরঙা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাইলেন Kohli রা

নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে টিম ইন্ডিয়া। ইংরেজদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছেন বিরাট কোহলিরা। লর্ডসে চতুর্থ দিনে মাঠে নামার আগে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস (75th Independence Day) উদযাপন করল ভারতীয় দল। কোহলি ও ভারতীয় দলের হেডস্য়ার এদিন রবি শাস্ত্রী পতাকা উত্তোলন করেন। এরপর গোটা দল সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

আরও পড়ুন: India vs England: ভারতের জার্সি গায়ে মাঠে আগুন্তুক! হেসে লুটোপুটি খেলেন Siraj

এদিন লাঞ্চ বিরতিতে ভারত তিন উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ২৯ রানে লিড করছে। গত ইনিংসে দুরন্ত ফর্মে থাকা দুই ভারতীয় ওপেনার কেএল রাহুল (৫) ও রোহিত শর্মা (২১) ব্যর্থ হন। তিনে নেমে বিরাট কোহলিও রানের মুখ দেখতে পারেননি। ২০ রানে ফেরেন তিনি। চেতেশ্বর পূজারার সঙ্গে অজিঙ্কা রাহানে এখন ব্যাট করছেন। জো রুটের ১৮০ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে ভারতের থেকে ২৭ রানে এগিয়ে। তৃতীয় দিনে ইংল্যান্ড ৩৯১ করে প্রথম ইনিংস শেষ করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.