বিরাট বিক্রমে ভারতের ৩২৬, সেঞ্চুরিতে সচিনকে ছুঁলেন ইডেনে

Virat Kohli equals Sachin Tendulkar record for most hundreds in one-day internationals: প্রতীক্ষার অবসান, বিরাট কোহলি ছুঁয়ে ফেললেন সচিনকে। লিখলেন ইতিহাস। সাক্ষী ক্রিকেটের নন্দনকানন।

শুভপম সাহা | Updated By: Nov 5, 2023, 06:32 PM IST
বিরাট বিক্রমে ভারতের ৩২৬, সেঞ্চুরিতে সচিনকে ছুঁলেন ইডেনে
সেঞ্চুরির পর বিরাটের সেলিব্রেশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেঞ্চুরি চাই...সেঞ্চুরি চাই...! ৩৫ তম জন্মদিনে (Virat Kohli’s Birthday) চাই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ তম সেঞ্চুরি (Virat Kohli's 49th ODI Century) ! বিরাট কোহলির (Virat Kohli) কাছে এটাই প্রত্যাশা ছিল আপামর তাঁর অনুরাগীদের। কথা রাখলেন বিরাট। করে ফেললেন দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৪৯ তম আন্তর্জাতিক সেঞ্চুরি। ঐতিহাসিক মাইলস্টোনে স্পর্শ করে ফেললেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। যুগ্ম ভাবে এখন সচিনের সঙ্গে মগডালে বিরাট। আর একটি শতরান করলেই বাইশ গজের ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিকারী হয়ে যাবেন তিনি। 'রাজা' বসবেন সিংহাসনে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: WATCH | Virat Kohli: 'বার্থডে বয়' মাঠে নামতেই বিরাট শব্দব্রহ্ম, কোহলিকে রাজকীয় অভিবাদন কলকাতার

চলতি বিশ্বকাপের সবচেয়ে চর্চিত ম্য়াচটিই চলছে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata)। মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা (INDIA vs South Africa Live Score Updates)। রবিবাসরীয় তিলোত্তমার আজ ঠিকানা একটাই- ক্রিকেটের নন্দনকানন। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। টেম্বা বাভুমাদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান তিনি। রোহিত-শুভমন বিধ্বংসী শুভারম্ভ করেছিলেন ইডেনে। তবে ২৪ বলে ৪০ রানের মারকাটারি ইনিংস খেলে ফিরে যান 'হিটম্য়ান'! কাগিসো রাবাদার বল মিড অফে একটু তুলে মারতে গিয়েছিলেন। তবে বাভুমার দুরন্ত ক্যাচ রোহিতকে থামিয়ে দেয়। এরপরই আসরে নামেন বিরাট। তখন ইডেন বুঝিয়ে দেয় যে, কোহলিকে রাজকীয় অভিবাদন জানানোর জন্য তৈরিই ছিল কলকাতা। 'বার্থডে বয়' মাঠে নামতেই ক্রিকেটের স্বর্গোদ্যান 'কোহলি...কোহলি...' শব্দব্রহ্মে মুখরিত হয়। কোহলির সঙ্গে শুভমনের জুটি এদিন জমল না। ২৪ বলে ২৩ রান করে শুভমন ফিরে যান। কেশব মহারাজের মাপা বল শুভমনের বেল ছিটকে দেয়। 

চারে আসেন শ্রেয়স আইয়ার। কলকাতা তাঁর ঘরের মাঠে। তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিপতি বলে কথা। কোহলির সঙ্গে জুটি বেঁধে ১৫৮ বলে ১৩৪ রান যোগ করেন তাঁরা স্কোরবোর্ডে। ইডেনের পিচে কিছুটা মন্থর ইনিংসই খেলেন তাঁরা। কারণ চেয়েছিলেন উইকেট না দিয়ে বড় জুটি বাঁধতে। শ্রেয়স ৮৭ বলে ৭৭ রান করে ফিরে যান। সাতটি চার ও জোড়া ছক্কা হাঁকিয়ে ছিলেন শ্রেয়স। তিনি আউট হওয়ার পর কেএল রাহুল (৮) এদিন আসেন আর ফিরে যান। এরপর ১৪ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান সূর্যকুমার যাদব। বিরাট ওদিকে নিজের উইকেট আগলে রেখেছিলেন। রবীন্দ্র জাদেজাকে নিয়ে ২৪ বলে ৪১ রানের অপরাজিত যুগলবন্দি করেন। জাদেজা ১৫ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। কোহলি ১২১ বলে ১০১ রানে ছিলেন নটআউট। ১০টি দুরন্ত চার মারেন তিনি। বিরাট বিক্রমে এদিন ভারত নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে। তবে দক্ষিণ আফ্রিকার বোলাররা এদিন এক্সটার বন্যা বইয়ে দেন। ২৬ রান উপহার দেন তাঁরা। 

আরও পড়ুন: Virat Kohli’s Birthday: 'রাজা'কে বিশেষ উপহার দিদির, তিলোত্তমা সাক্ষী রাজসূয় যজ্ঞের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.