এশিয়া কাপে ক্রিকেটীয় কেরিয়ারের বিরাট চ্যালেঞ্জের মুখে কোহলি, দাবি বিশেষজ্ঞদের

এশিয়া কাপে গুরু দায়িত্বে বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দিল্লির এই ব্যাটসম্যান। কোহলির অধিনায়ক হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেট মহলে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নিজের ক্রিকেটীয় কেরিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখিন কোহলি। ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের এই মত।

Updated By: Feb 25, 2014, 05:25 PM IST

এশিয়া কাপে গুরু দায়িত্বে বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দিল্লির এই ব্যাটসম্যান। কোহলির অধিনায়ক হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেট মহলে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নিজের ক্রিকেটীয় কেরিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখিন কোহলি। ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের এই মত।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে লজ্জাজনক ভাবে একদিনের সিরিজ হারাতে হয়েছে ভারতকে। বিশেষজ্ঞদের দাবি দলের সদস্যদের মোটিভেট করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে কোহলির কাছে। তাদের মতে এশিয়া কাপ কার্যত এসিড টেস্ট হতে চলেছে কোহলির কাছে। তবে বিশেষজ্ঞদের আরেক অংশ কোহলির অধিনায়ক হওয়াকে ইতিবাচক ভাবে দেখছেন। তাদের মতে কোহলির কাছে নিজেকে অধিনায়ক হিসাবে প্রমাণ করার এটি সুবর্ণ সুযোগ। এর আগে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলকে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। দলকে নেতৃত্ব দিতে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। পাশাপাশি বিদেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থতার জন্য ধোনি এবং ডানকান ফ্লেচারের কাছে কৈফিয়ত তলব করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

.