সচিন, ধোনিকে ছাপিয়ে সোশ্যালে বিরাট জনপ্রিয় কোহলি
সময়টা দারুণ যাচ্ছে বিরাট কোহলির। অধিনায়কের টুপিটা পাকাপাকিভাবে চাপানোর পর ২২ বছরের অপেক্ষা শেষ করে শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছেন। টি২০-তে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে আছেন। সেই ভাল সময়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জনপ্রিয়তার মাপকাঠিটা আরও ওপরে তুলে দিলেন ভারতের টেস্ট অধিনায়ক। টুইটারে ফলোয়ারের বিচারে ভারতের সব ক্রিকেটার-ক্রীড়াবিদকে ছাপিয়ে গেল কোহলির প্রোফাইল। ধোনি, রায়নরা তো বটেই সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিলেন কোহলি। কোহলির টুইটারের ফলোয়ার সংখ্যা এখন ৮০ লক্ষ ১০ হাজার। সেখানে সচিনের ফলোয়ার সংখ্যা ৭০ লক্ষ ৭৩ হাজার। ধোনি, রায়নাদের ফলোয়ার সংখ্যা সাড়ে ৪০ লক্ষের মত। টুইটারে ফলোয়ার হওয়ার মানে কারও সম্বন্ধে আগ্রহ থাকা। বর্তমানে টুইটারে ফলোয়ার সংখ্যা হল জনপ্রিয়তা মাপার একটা ভাল তুলাদণ্ড।
ওয়েব ডেস্ক: সময়টা দারুণ যাচ্ছে বিরাট কোহলির। অধিনায়কের টুপিটা পাকাপাকিভাবে চাপানোর পর ২২ বছরের অপেক্ষা শেষ করে শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছেন। টি২০-তে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে আছেন। সেই ভাল সময়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জনপ্রিয়তার মাপকাঠিটা আরও ওপরে তুলে দিলেন ভারতের টেস্ট অধিনায়ক। টুইটারে ফলোয়ারের বিচারে ভারতের সব ক্রিকেটার-ক্রীড়াবিদকে ছাপিয়ে গেল কোহলির প্রোফাইল। ধোনি, রায়নরা তো বটেই সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিলেন কোহলি। কোহলির টুইটারের ফলোয়ার সংখ্যা এখন ৮০ লক্ষ ১০ হাজার। সেখানে সচিনের ফলোয়ার সংখ্যা ৭০ লক্ষ ৭৩ হাজার। ধোনি, রায়নাদের ফলোয়ার সংখ্যা সাড়ে ৪০ লক্ষের মত। টুইটারে ফলোয়ার হওয়ার মানে কারও সম্বন্ধে আগ্রহ থাকা। বর্তমানে টুইটারে ফলোয়ার সংখ্যা হল জনপ্রিয়তা মাপার একটা ভাল তুলাদণ্ড।
8 Million Followers! Absolutely Delighted. Thank You everyone for the immense love! #Grateful pic.twitter.com/9p2xn9fc7J
— Virat Kohli (@imVkohli) September 6, 2015
অবশ্য দেশের বাকি ক্রীড়াবিদদের পিছনে ফেলে দিলেও বলিউড সেলেবদের থেকে বেশ খানিকটা পিছনেই আছেন কোহলি। টুইটারে এই তালিকায় শীর্ষে থাকা অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লক্ষ। শাহরুখের খানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৫০ লক্ষের মত। নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লক্ষ।
টুইটারে কোন ক্রিকেটারের ফলোয়ার কত-
Twitter followers million
8.01 VKohli, 7.73 SRT, 4.66 Raina, 4.52 MS Dhoni, 4.42 VSehwag, 3.40 Yuvraj singh, 2.65 Rohit Sharma, 2.37 Zaheer Khan