জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় বসেছে দু'দিনের আইপিএল মেগা নিলামের (IPL 2025 Auction) আসর । ৫৭৪ জন ক্রিকেটার নিলামে। দু’দিনে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির দল নির্ধারণ হবে। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। ক্যাপড বিদেশি ১৯৩ জন ও  আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। নিলামের প্রথম দিনেই ঝড় উঠে গিয়েছে। বিদেশি নয়, দেশি ক্রিকেটারদের নিয়েই চলেছে তুমুল কাড়াকাড়ি। তবে ইতিহাস লিখেছেন ঋষভ পন্থ (Rishabh Pant), ব্য়াংক ভেঙে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants, LSG) ভারতীয় দলের স্টারকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে। ঋষভের সঙ্গে যে নিলামে এমন কিছু ঘটবে তা আগেই জানতেন তাঁর সতীর্থ বিরাট কোহলি (Virat Kohli)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ২৭ কোটির পন্থ! ১৭৭% অ্যাপ্রেজাল চাহালের! নিলাম ইতিহাস দুই সতীর্থের


সদ্য়সমাপ্ত পারথ টেস্টের দ্বিতীয় দিনে বিরাট-ঋষভের খুব অল্প সময়ের একটা পার্টনারশিপ হয়েছিল। ঋষভকে বড় শট মারার জন্য় অজি বোলাররা তাতাচ্ছিলেন। আর তখনই বিরাট বলেন, 'ওর আজকে মারার দরকার নেই, এমনিই আজ ও বড় খেলবে...'! বিজিটি-র সম্প্রচারকারী চ্য়ানেল এই কথোপকথনের ভিডিয়ো শেয়ার করেছে। আর তা রাতারাতি নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 



দিল্লি নিলামের আগে ধরে রেখেছিল অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে। দিল্লি ছেড়ে দেয় তাদের অধিনায়ক পন্থকে দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ নিজেকে তুলেছিলেন নিলামে। তাঁকে নেওয়ার জন্য় যে ঝড় উঠবে তা আগেই জানা গিয়েছিল, ক্রিকেটের যে কোনও সংস্করণেই ঋষভ আগুনে পারফর্মার। এই নিয়ে কোনও সন্দেহ নেই। ব্য়াট হাতে ও উইকেটের পিছনে তিনি নিজেই আজ বিরাট নাম। এহেন ক্রিকেটারকে নিতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস ব্যাংক ভেঙে ফেলল! ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে এলএসজি ২৭ কোটি টাকা দিয়ে শুধু পন্থকেই নিয়েছে! ঠিকই পড়লেন, গতবছর কেকেআর মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। স্টার্ক এতদিন পর্যন্ত ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু সেই তকমা এখন পন্থে। আইপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে আজ পর্যন্ত কোনও ক্রিকেটারই এত টাকা পাননি। যা করে দেখালেন পন্থ। ২ কোটি টাকার বেসপ্রাইজে থাকা ঋষভ বিক্রি হলেন ১৩ গুনেরও বেশি দামে!  


আরও পড়ুন: পারথ পকেটে পুরে কামিন্সের অস্ট্রেলিয়াকে দাদাগিরি দেখাল বুমরার দুর্ধর্ষ ভারত


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)