দেশকে Covid-19 যুদ্ধ জেতার মন্ত্র দিলেন ভারত অধিনায়ক Virat Kohli

কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ (second wave of Covid-19) আছড়ে পড়েছে ভারতে। করোনা দাপটে ফের বিধ্বস্ত দেশ।

Updated By: Apr 20, 2021, 08:44 PM IST
দেশকে Covid-19 যুদ্ধ জেতার মন্ত্র দিলেন ভারত অধিনায়ক Virat Kohli

নিজস্ব প্রতিবেদন: কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ (second wave of Covid-19) আছড়ে পড়েছে ভারতে। করোনা দাপটে ফের বিধ্বস্ত দেশ। এ যেন ঠিক আগের বছরের স্মৃতিই ফিরে আসছে। প্রতিদিন হুহ করে বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা৷ দেশের রাজধানী দিল্লির অবস্থা ভয়ঙ্কর৷ 

লাগামছাড়া করোনা সংক্রমণের জেরে সম্পূর্ণ লকডাউন চলছে সেখানে৷ এবার দেশকে করোনা যুদ্ধে জেতার মন্ত্র দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)৷ দিল্লি পুলিশের মাধ্যমে দেশবাসীর কাছে বিরাট বার্তা দিলেন কিং কোহলি৷ মঙ্গলবার কোহলির যে ভিডিও দিল্লি পুলিশ ট্যুইট করেছে, সেখানে কোহলি স্পষ্ট করে সচেতনার কথাই বলেছেন৷ মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বারবার হাত স্যানিটাইজ করার বার্তাই দিয়েছেন দিল্লির বাসিন্দা৷ এর পাশাপাশি কোহলি সকলকে প্রশাসনের কথা মেনে চলতে বলেছেন৷

আরও পড়ুন:Virat-Anushka র সঙ্গে ছোট্ট Vamika, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিল ছবি

কোহলি আইপিএলের জন্য এই শহর থেকে ওই শহর ঘুরছেন৷ কঠিন কোভিড (C0VID-19) পরিস্থিতিতে অনুষ্কা-ভামিকার সঙ্গ ছাড়েনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ক্যাপ্টেন৷ বিরাট রয়েছেন পরিবারের সঙ্গেই৷ কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে আরসিবি চলে এসেছে মুম্বইতে৷ আগামী বৃহস্পতিবার লিগের ফার্স্ট বয়রা ওয়াংখেড়েতে খেলবে রাজস্থান রয়্যালসের( Rajasthan Royals) বিরুদ্ধে৷ ২৫ এপ্রিল এই মাঠেই ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (CSK) খেলবে কোহলি৷

.