Champions League ও Europa League র সেমিফাইনাল খেলছে বিদ্রোহী লিগে নাম লেখাতে চলা ক্লাবগুলিই!

শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের সেমিফাইনাল থেকে নিষিদ্ধ হতে পারে বিদ্রোহী লিগে অংশগ্রহণ করতে চলা ক্লাবগুলি৷

Updated By: Apr 20, 2021, 07:50 PM IST
Champions League ও Europa League র সেমিফাইনাল খেলছে বিদ্রোহী লিগে নাম লেখাতে চলা ক্লাবগুলিই!

নিজস্ব প্রতিবেদন: শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) ও ইউরোপা লিগের (Europa League) সেমিফাইনাল থেকে নিষিদ্ধ হতে পারে বিদ্রোহী লিগে (ইউরোপিয়ান সুপার লিগ, European Super League) অংশগ্রহণ করতে চলা ক্লাবগুলি৷  তাদের বিরুদ্ধে এমনই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে উয়েফা (UEFA)!

ক্লাবগুলির মধ্যে রয়েছে চেলসি (Chelsea), রিয়াল মাদ্রিদ (Real Madrid), ম্যাঞ্চেস্টার সিটি (Man City), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man United), আর্সেনাল (Arsenal), রোমা (Roma) ও ভিয়ারিয়ালের (Villarreal) মাথায় উয়েফা নির্বাসনের খাঁড়াও ঝুলছে বলেই জানা গিয়েছিল ৷ কিন্তু ইএসপিএন ও দ্য ডেইলে মেলের রিপোর্ট বলছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই ক্লাবগুলিকে নিয়েই পরের সপ্তাহে হবে ইউরোপিয়ান ফুটবলের সেরা দুই ফুটবল টুর্নামেন্টের শেষ চারের লড়াই৷

আরও পড়ুন:চাকরি খোয়ালেন 'দ্য স্পেশাল ওয়ান' Jose Mourinho! সম্পর্ক শেষ করল Tottenham Hotspur

ইউরোপিয়ান ফুটবল এখন দ্বিধাবিভক্ত৷ উল্কার মতো আগমন হয়েছে ইউরোপিয়ান সুপার লিগের৷ যা বিশ্ব ফুটবলে সোরগোল ফেলে দিয়েছে৷ চ্যাম্পিয়ন্স লিগ না খেলে ইউরোপিয়ান সুপার লিগ খেলবে বলেই উয়েফার সঙ্গে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপের প্রথমসারির ডজন ক্লাব৷এই ১২টি ক্লাবের মধ্যে ৬টি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব। তিনটি লা লিগা এবং তিনটি ক্লাব সিরি এ-র।

চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তে এই ১২টি ক্লাব সুপার লিগে খেলার সিদ্ধান্তে বেজায় চটেছেন উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন৷ তিনি ক্লাবগুলিকে উয়েফার সব রকমের প্রতিযোগিতা থেকে বার করে দেওয়ার রায় দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দেরকেও সমস্ত প্রতিযোগিতায় নিষিদ্ধ করার কথা বলেন তিনি৷

.