অনিলের কাজে খুশি নন, কোচ হিসেবে শাস্ত্রীকেই চাইছেন কোহলি
অনিল কুম্বলেকে ঘিরে ভারতীয় দলের ঘরেই বেঁধেছে অশান্তি। বিসিসিআই-এর অন্দরের খবর ভারত অধিনায়ক বিরাট কোহলি সহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটার অনিলের কাজে খুশি নন। গত এক বছর ধরে কুম্বলের সঙ্গে নানান বিষয়ে তৈরি হয়েছে মতানৈক্য। পাশাপাশি বোর্ডের একাংশও চাইছে না কুম্বলেকে। বোর্ডের প্রশাসনিক কমিটি ও লোধা কমিটির সঙ্গে ভাল সম্পর্কের জেরেই ওই কর্তাদের রোষে পড়েছেন কুম্বলে। তার উপর কোহলি সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রবি শাস্ত্রীর পক্ষে সওয়াল করছেন। ফলে প্রশাসনিক কমিটিও মনে করছে এই অবস্থায় নতুন কোচ নির্বাচন করাই শ্রেয়। সচিন,সৌরভ,লক্ষ্মণের পরামর্শ দাতা কমিটিই হয়ত ঠিক করবে নয়া কোচ। তাতে অনিল কুম্বলেও থাকছেন প্যানেলে। কমিটির সমর্থন কুম্বলের দিকে থাকলেও কোহলিদের চাপ সব কিছু পাল্টে দিতে পারে। এখনও ইচ্ছাপ্রকাশ না করলেও রবি শাস্ত্রীও ঢুকে যেতে পারেন তালিকায়। তবে কোচের দৌড়ে এখনও পাল্লা ভারি টম মুডির।
ব্যুরো: অনিল কুম্বলেকে ঘিরে ভারতীয় দলের ঘরেই বেঁধেছে অশান্তি। বিসিসিআই-এর অন্দরের খবর ভারত অধিনায়ক বিরাট কোহলি সহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটার অনিলের কাজে খুশি নন। গত এক বছর ধরে কুম্বলের সঙ্গে নানান বিষয়ে তৈরি হয়েছে মতানৈক্য। পাশাপাশি বোর্ডের একাংশও চাইছে না কুম্বলেকে। বোর্ডের প্রশাসনিক কমিটি ও লোধা কমিটির সঙ্গে ভাল সম্পর্কের জেরেই ওই কর্তাদের রোষে পড়েছেন কুম্বলে। তার উপর কোহলি সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রবি শাস্ত্রীর পক্ষে সওয়াল করছেন। ফলে প্রশাসনিক কমিটিও মনে করছে এই অবস্থায় নতুন কোচ নির্বাচন করাই শ্রেয়। সচিন,সৌরভ,লক্ষ্মণের পরামর্শ দাতা কমিটিই হয়ত ঠিক করবে নয়া কোচ। তাতে অনিল কুম্বলেও থাকছেন প্যানেলে। কমিটির সমর্থন কুম্বলের দিকে থাকলেও কোহলিদের চাপ সব কিছু পাল্টে দিতে পারে। এখনও ইচ্ছাপ্রকাশ না করলেও রবি শাস্ত্রীও ঢুকে যেতে পারেন তালিকায়। তবে কোচের দৌড়ে এখনও পাল্লা ভারি টম মুডির।