প্রিমিয়ার ফুটসল লিগের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করলেন কোহলি
Updated By: Sep 16, 2017, 11:30 PM IST

ওয়েব ডেস্ক : প্রিমিয়ার ফুটসল লিগের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করলেন বিরাট কোহলি। দুহাজার ষোল সালে ভারতে শুরু হয় ফাইভ-এ-সাইড ফুটসল প্রিমিয়ার লিগ। বিরাট কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল। সম্প্রতি ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল টুইটারে জানান আইএসএলের কোনও কর্ণধার ফুটসলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। ফুটসলকে ফেডারেশন এবং ফিফা কেউই স্বীকৃতি দেয় না।আইএসএলে গোয়া দলের অন্যতম কর্ণধার এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর কোহলি। ফেডারেশন সভাপতির এই বার্তা পাওয়ার পরই ফুটসল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কোহলি।
আরও পড়ুন- দলকে জেতাতে চাই; সেঞ্চুরির কথা মাথায় রাখি না, সাফ জানালেন কোহলি