তেরঙ্গা পতাকা উড়িয়ে গ্রেফতার বিরাটের পাকিস্তানি ফ্যান

Updated By: Jan 28, 2016, 07:24 PM IST
তেরঙ্গা পতাকা উড়িয়ে গ্রেফতার বিরাটের পাকিস্তানি ফ্যান

ওয়েব ডেস্ক: বিরাটের বিরাট ভক্ত। বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ঘর ভর্তি বিরাটই বিরাট। একই দেওয়ালে বিরাট কখনও ব্যাটিং করছেন, কখনও ফ্লিডিং করছেন, কখনও অনুষ্কার হাত ধরে পোজ করছে, সব ছবিই আছে তাঁর সংরক্ষণে। বিরাট সেঞ্চুরি করছিল আর ভারত অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারছিল, ভীষণ মন খারাপ হয়েছিল বিরাটের ফ্যানের। কিন্তু টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিরাট যখন আকাশে লাফাচ্ছেন, নিজের আবেগকে উজার করে খুশিতে আত্মহারা হয়ে নিজের বাড়িতে তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিলেন উমর দ্রাজ। আর তাতেই গ্রেফতার।

উমরের জানা ছিল না, নিজের বাড়ির ছাদে তেরঙ্গা পতাকা উড়িয়ে দেওয়া পাকিস্তানের আইনে একটি অপরাধ। এরপর বাড়ির ছাদ থেকে নামিয়ে নেওয়া হয় ভারতের পতাকা। পুলিস পরে যখন তাঁর বাড়িতে তল্লাশি চালায়, বিরাটের অসংখ্য পোস্টার পায় তাঁরা।

গ্রেফতারের পর উমর জানান,"আমি বিরাটের ফ্যান। আমি ভারতকে সমর্থন করি, কারণ বিরাট ওই দলে খেলে। আর বিরাটের জয়কে সমর্থন জানাতে এবং আমি বিরাটের ভক্ত এটা উপলব্ধি করাতেই ভারতের পতাকা উড়িয়েছিলাম"।

 

.