Virat Kohli: 'বিরাট সময় শেষ'! নেটে ব্যাট করার সময় এমন কথা শুনতে হল, ভিডিয়ো ভাইরাল
Virat Kohli: কয়েক দিন আগে পার্থে নেটে অনুশীলনের সময় ব্যাট করেই যাচ্ছিলেন তিনি। সতীর্থদেরও যে অনুশীলন দরকার তা বোধহয় ভুলেই গিয়েছিলেন ব্যাটিংয়ে মগ্ন প্রাক্তন অধিনায়ক। শেষ পর্যন্ত আসরে নামতে হয় ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওপেনিংয়ে রোহিত শর্মা (Rohit Sharma)-কেএল রাহুল (KL Rahul) কিংবা মিডল অর্ডারে যতই সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)-হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থাকুন, তামাম ক্রিকেট দুনিয়া কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটের দিকেই তাকিয়ে থাকেন। দীর্ঘ তিন বছর শতরানের খরা মিটিয়ে সেই এশিয়া কাপ (Asia Cup 2022) থেকেই ফর্মে ফিরেছেন। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। তবে নেটে ব্যাট করার সময় 'কিং কোহলি'-কে শুনতে হল, 'বিরাট তোমার সময় শেষ'! কেন মন্তব্য তাঁর দিকে উড়ে এল? সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। সেই ভিডিয়ো ভাইরাল হতেও সময় লাগেনি।
এক সাপোর্ট স্টাফ বিরাটকে বলেন, 'বিরাট তোমার সময় শেষ হয়ে গিয়েছে। নেট থেকে চলে এসো।' উত্তরে কোহলি তাঁকে বলেন, 'দীপক এলে আমি চলে যাব।' সেই সাপোর্ট স্টাফকে কোহলি বুঝিয়ে দেন দীপক হুডা নেটে না পৌঁছানো পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবেন। আসলে যতগুলি সম্ভব বেশি বল খেলতে চাইছিলেন তিনি। অন্য দিকে, কোহলি অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন বলে নেটের দিকে যাচ্ছিলেন না দীপকও। কোহলির অনুশীলনের একটি ভিডিয়ো টুইটারের সৌজন্যে ভাইরাল হয়ে গিয়েছে।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
— Gav Joshi (@Gampa_cricket) October 13, 2022
আরও পড়ুন: Mahendra Singh Dhoni: কীভাবে ২০২৩ আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিলেন সিএসকে অধিনায়ক? দেখে নিন
আরও পড়ুন: Mohammed Shami, ICC T20 World Cup 2022: জি ২৪ ঘন্টার খবরে সিলমোহর, বুমরার জায়গায় দলে এলেন শামি
সচিন তেন্ডুলকরকে অনুকরণ করে অনেকটা সময় নেটে ব্যাটিং সাধনা করেন বিরাট। এটা তাঁর অনেক বছরের অভ্যাস। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার দল। এর আগে বিরাট তেমন অনুশীলন করার সুযোগ পাননি। তাই পারথের নেটে অনুশীলনের সময় ব্যাট করেই যাচ্ছিলেন তিনি। সতীর্থদেরও যে অনুশীলন দরকার তা বোধহয় ভুলেই গিয়েছিলেন ব্যাটিংয়ে মগ্ন প্রাক্তন অধিনায়ক। শেষ পর্যন্ত আসরে নামতে হয় ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফকে।