Mahendra Singh Dhoni: কীভাবে ২০২৩ আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিলেন সিএসকে অধিনায়ক? দেখে নিন
Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিং ধোনি তাঁর ভবিষ্যৎ জানেন। তিনি কীভাবে এগিয়ে যাবেন সেটাও বাকিদের থেকে ভাল জানেন। তবে সবাইকে ঢাকঢোল পিটিয়ে জানানোর প্রয়োজন বোধ করেন না। তবুও তাঁর আগামী দিন নিয়ে এত চর্চা। এত জল্পনা। সেটাও অবশ্য এনজয় করেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। কারণ তিনি যে এক ও অদ্বিতীয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয় শহর চেন্নাইতে পা রেখেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি ২০২৩ সালের আইপিএল-এ (IPL 2023) ফের একবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে মাঠে নামবেন। কিন্তু ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ককে তো অনুশীলন করতে হবে। বিপক্ষের একাধিক তারকার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য হতে হবে ম্যাচ ফিট। আর সেই লক্ষ্য নেটে ব্যাটিং সাধনা শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। 'ক্যাপ্টেন কুল'-এর সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
— Venky_K (@VenkyK_Offic) October 14, 2022
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
আইপিএল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। তবে ধোনি আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলায় ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন মাঝমধ্যেই উঠে। তাই নিজের ফিটনেস ধরে রাখতেই ব্যাট হাতে নেমে পড়লেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। তাঁকে শুক্রবার (১৪ অক্টোবর) রাঁচির জেএসসিএ স্টেডিয়ামের ইন্ডোর ব্যাট হাতে দেখা যায়। টিম ইন্ডিয়ার লোগো দেওয়া হেলমেট পরেই ব্যাট করছিলেন তিনি।
— Kuldeep Bishnoi. (@Kuldeep27423606) October 14, 2022
আরও পড়ুন: Mohammed Shami, ICC T20 World Cup 2022: জি ২৪ ঘন্টার খবরে সিলমোহর, বুমরার জায়গায় দলে এলেন শামি
আরও পড়ুন: IND vs PAK: ২০০৫-০৬ মরসুমের পর ফের পাকিস্তান সফরে টিম ইন্ডিয়া! তোড়জোড় শুরু করছে বিসিসিআই
গত ৯ অক্টোবর ধোনির একটি ভিডিয়ো নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, সিএসকে সমর্থকদের সামনে মঞ্চে প্রশ্নের জবাবে ধোনি বলছেন, 'পরের বছরও চিপকে ফিরব।' ধোনি এ কথা বলার পরে দেখা যাচ্ছে, চেন্নাইয়ের সমর্থকরা আনন্দে চিৎকার করছেন। আর এবার তাঁর ব্যাটিং করার ভিডিয়ো ভাইরাল হয়ে গেল।
— WhistlePodu Army CSK Fan Club (@CSKFansOfficial) October 9, 2022
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। কোনওরকম ঘরোয়া প্রতিযোগিতা আর খেলেন না। কেবলমাত্র আইপিএলে তাঁকে খেলতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে তাঁর আইপিএল থেকে অবসর নিয়ে অনেক জল্পনা হয়েছে। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সেই বিষয়ে এখনও অবধি স্পষ্টভাবে কিছুই বলেননি।