নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি বনাম বিসিসিআই (ViratvsBCCI ) বিতর্ক যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না। ফের একবার প্রিয় কোহলির (Virat Kohli) পাশে দাঁড়িয়ে এই বিতর্ককে উসকে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি মনে করেন কোহলির আরও দুই বছর টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। কেপটাউনে সাত উইকেটে তৃতীয় টেস্ট হারের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারতীয় দল। এরপরেই স্বেচ্ছায় লাল বলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ‘কিং কোহলি’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাস্ত্রী বলেছেন, “আমার মতে বিরাটের আরও দুই বছর টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। আগামী দুই বছর ভারতীয় দলের ঘরের মাঠে টেস্ট খেলার কথা। ঘরের মাঠে আমাদের কতটা শক্তিশালী সেটা সবাই জানে। বিরাট অধিনায়ক থাকলে ওর পরিসংখ্যান আরও বেড়ে যেত। সেটা অনেকে হয়তো মেনে নিতে পারত না!”


এখানেই থেমে না থেকে তিনি বিরাটের হয়ে ফের সওয়াল করে বলেন, “হ্যাঁ লাল বলের ক্রিকেটে বিরাটের আরও দুই বছর অধিনায়ক থাকা উচিত ছিল। তবে সরে যাওয়া ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের সেটার সম্মান জানানো উচিত। তবে এটাও ঠিক ওর অধিনায়কত্বে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছি। হার শুধু নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়। তাই নেতা বিরাট এবং ওর সাফল্যের হার নিয়ে এত দ্রুত প্রশ্ন তোলা উচিত নয়।“


আরও পড়ুন: SAvsIND: কেন Ravichandran Ashwin-কে বিঁধলেন Sanjay Manjrekar? জানতে পড়ুন


আরও পড়ুন: Covid 19: কোন বিশেষ কারণে ফের Ranji Trophy বাতিল করতে পারে BCCI? জানতে পড়ুন


২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত কোহলি-শাস্ত্রী জুটি টেস্টে একাধিক সাফল্য পেয়েছে। সাত নম্বর থেকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে টিম ইন্ডিয়া। ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়ে কোহলি জয় পেয়েছেন ৪০টি ম্যাচে, যেটা ভারতের অধিনায়কদের সর্বোচ্চ। কারণ জয় শতকরা হিসেব ৫৮.৮২।


অধিনায়ক কোহলির এই সাফল্য মনে করিয়ে দিয়ে শাস্ত্রী যোগ করেছেন, “ওর নেতৃত্বেই তো গত পাচ-ছয় বছর আমরা দেশে-বিদেশে দাপট দেখিয়েছি। সাত থেকে শীর্ষে গিয়েছি। এর আগে ভারতের অন্য কোনও অধিনায়ক এমন সাফল্য পেয়েছে? আমার মতে বিরাট টেস্ট ক্রিকেটের নিরিখে ভারতের সর্ব কালের সেরা অধিনায়ক। তাই এমন অধিনায়ক চূড়ান্ত অবস্থা থেকে স্বেচ্ছায় সরে গিয়ে ভালই করেছে। এতে ওকে ব্যাটার হিসেবে ফের দেখতে পাওয়া যাবে।“


সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, কপিল দেব থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি সবাই অধিনায়ক হিসেবে কেরিয়ারে উত্থান-পতন দেখেছেন। আবার নিজের পারফরম্যান্সের উপর জোর দেওয়ার জন্য নেতৃত্বও ছেড়ে দিয়েছেন। কোহলিও নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সব ফরম্যাটের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App