Virender Sehwag: মুলতান টেস্টে এই দুই পাক পেসারকে স্পিনার মনে হয়েছিল বীরুর!
আগামী ২৮ অগস্ট এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ। তার আগে শেহওয়াগ তাঁর জীবনের স্মরণীয় ভারত-পাক ম্যাচের স্মৃতিচারণা করলেন এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে। বলাই বাহুল্য় মুলতান টেস্টে শেহওয়াগের ট্রিপল সেঞ্চুরি ভোলেননি কোনও ভারতীয় ফ্যানই। শেহওয়াগের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে গিয়েছিল বহু মানুষের।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) পাকিস্তানকে দেখলেই জ্বলে উঠতেন। ঘটনাচক্রে চির প্রতিদ্ধন্দ্বী দেশের বিরুদ্ধে শেহওয়াগে ২৩৪৭ রান করেছেন। টেস্টে করেছেন ১২৭৬ রান। ওয়ানডে-তে তাঁর রয়েছে ১০৭১ রান। ১০টি সেঞ্চুরি ও চারটি অর্ধ-শতরানও বীরু হাকিয়েছেন ওয়াঘার ওপারের ক্রিরেটীয় দেশের বিরুদ্ধে। আগামী ২৮ অগস্ট এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ। তার আগে শেহওয়াগ তাঁর জীবনের স্মরণীয় ভারত-পাক ম্যাচের স্মৃতিচারণা করলেন এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে। বলাই বাহুল্য় মুলতান টেস্টে শেহওয়াগের ট্রিপল সেঞ্চুরি ভোলেননি কোনও ভারতীয় ফ্যানই। শেহওয়াগের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে গিয়েছিল বহু মানুষের।
আরও পড়ুন: Asia Cup 2022, India vs Pakistan: আঠাশে মহাযুদ্ধ! কী বলছেন রোহিত শর্মা?
শেহওয়াগ বলেন, 'মুলতানে ৩০৯ রানের ইনিংস আমার ফেভারিট। কারণ কেউ আশাও করেনি যে, শেহওয়াগের মতো ক্রিকেটার টেস্টে ওপেন করতে নেমে ট্রিপল সেঞ্চুরি করতে পারেন। মানুষজন বলত, মিডিয়া লিখত, ধারাভাষ্য়কাররাও জানিয়েছিল যে, শেহওয়াগ টেস্ট প্লেয়ার নন। ও বড় রান করতে পারবে না। ৩০৯ রানের ওই ইনিংসের আগের চার ইনিংস আমার জন্য় ভাল যায়নি। যেটা পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে হয়েছিল। আমার মনে হয়েছিল যে, আমি যদি টেস্ট সিরিজে রান করতে না পারি, তাহলে বাদ পড়তে পারি দল থেকে। তো এই ইনিংসে একবার ৩০-৪০ রান করার পর, আমাকে বড় রান করতেই হবে। নতুন বলে, তাজা উইকেটে ব্যাট করেছিলাম। শোয়েব আখতার ও মহম্মদ শামির মতো এক্সপ্রেস গতির বোলারদের খেলেছিলাম। শোয়েব ১৫৫ কিমি প্রতি ঘণ্টায় টানা বল করে যাচ্ছিল। অন্যদিকে শামির গতিবেগ ছিল ১৪৫ প্রতি ঘণ্টায়। তবে ওদের যখন স্পেল শেষ হয়ে গিয়েছিল, তখন শাব্বির আহমেদ ও আবদুল রজ্জাকের মতো পেসারদের বিরুদ্ধে খেলে মনে হয়েছিল, আমি যেন স্পিনারদের বিরুদ্ধে খেলছি। শোয়েব-শামির ১২ ওভারের স্পেল খেলার পর আমার আত্মবিশ্বাস তুঙ্গে চলে গিয়েছিল়।' শেহওয়াগ মুলতানে দেখিয়ে ছিলেন যে, টেস্ট ফরম্যাটেও বিধ্বংসী ব্র্যান্ডের ক্রিকেট খেলা যায়। গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছিল শেওয়াগকে।