বিশ্বকাপের আর ৯৪ দিনের অপেক্ষা, দেশকে নিয়ে আশাবাদী পেলে, নয়া স্টেডিয়াম উদ্বোধন ব্রাজিলে

আজ আরও ব্রাজিল বিশ্বকাপ শুরু হতে আর ৯৪ দিন বাকি। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পেল বিশ্বকাপের আয়োজক কমিটি । রবিবার বিশ্বকাপের আরও একটি স্টেডিয়ামের উদ্বোধন হল। বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে তৈরি মানাউস শহরের এরিনা আমাজোনিয়া । রবিবার ২০ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের উদ্বোধন করেন ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী। ছিলেন আমাজোনাস রাজ্যের গর্ভনরও। এই নিয়ে বিশ্বকাপের বারোটি স্টেডিয়ামের মধ্যে আটটি স্টেডিয়ামই তৈরি হয়ে গেল। গত ডিসেম্বরেই এই স্টেডিয়ামের কাজ শেষ হওযার কথা ছিল। কিন্তু কাজ চলাকালীন তিন শ্রমিকের মৃত্যুতে কাজ শেষ করতে অতিরিক্ত আরও কয়েকমাস সময় লাগল। এরিনা আমাজোনিয়া স্টেডিয়ামের কাজ শেষ হয়ে গেলেও ফিফার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাও পাওলো আর কিউরিটিবা স্টেডিয়ামের অসমাপ্ত কাজ।

Updated By: Mar 10, 2014, 10:50 PM IST

আজ আরও ব্রাজিল বিশ্বকাপ শুরু হতে আর ৯৪ দিন বাকি। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পেল বিশ্বকাপের আয়োজক কমিটি । রবিবার বিশ্বকাপের আরও একটি স্টেডিয়ামের উদ্বোধন হল। বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে তৈরি মানাউস শহরের এরিনা আমাজোনিয়া । রবিবার ২০ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের উদ্বোধন করেন ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী। ছিলেন আমাজোনাস রাজ্যের গর্ভনরও। এই নিয়ে বিশ্বকাপের বারোটি স্টেডিয়ামের মধ্যে আটটি স্টেডিয়ামই তৈরি হয়ে গেল। গত ডিসেম্বরেই এই স্টেডিয়ামের কাজ শেষ হওযার কথা ছিল। কিন্তু কাজ চলাকালীন তিন শ্রমিকের মৃত্যুতে কাজ শেষ করতে অতিরিক্ত আরও কয়েকমাস সময় লাগল। এরিনা আমাজোনিয়া স্টেডিয়ামের কাজ শেষ হয়ে গেলেও ফিফার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাও পাওলো আর কিউরিটিবা স্টেডিয়ামের অসমাপ্ত কাজ।

ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন নিয়ে একের পর এক বিতর্ক। কখনও স্টেডিয়াম গড়া নিয়ে তো কখনও দেশের দুর্বল আর্থ সামাজিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে ব্রাজিল প্রীতি ম্যাচে হারালেও সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খুব একটা আশার আলো দেখছেননা সমর্থকরা। তবে ফুটবলের রাজা পেলের বিশ্বাস তাঁর দেশ এবার বিশ্বকাপে সব বিভাগেই দুরন্ত পারফরম্যান্স দেখাবে। সেটা মাঠে নেইমারদের পারফরম্যান্সই হোক বা মাঠের বাইরে আয়োজকদের শক্তিশালী সংগঠন। পেলে আশাবাদী,ব্রাজিলে সুষ্ঠ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে। ফুটবলের রাজার মত,তাঁদের দেশের ফুটবল আয়োজকরা কনফেডারেশন কাপে সফল। ফলে সেই অভিজ্ঞতা থেকে আয়োজকরা সফল হবেনই। অন্যদিকে নেইমারদের ব্যাপারেও আশার আলো দেখছেন পেলে। তাঁর দাবি, স্কোলারির ব্রাজিল এবার বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স করবেই।

.