Imran Khan Arrest: 'কাপ্তান'-এর গ্রেফতারে জ্বলছে পাকিস্তান, ফুঁসছেন আক্রম-ওয়াকার-শোয়েবরা
একটি মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন ইমরান। আদালতে বায়োমেট্রিকের সময় পাকিস্তানি রেঞ্জার্সরা সেখানে কাঁচ ভেঙে প্রবেশ করেন এবং অন্য একটি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তিনি ১৯৯২ সালের বিশ্বকাপ (1992 World Cup) জয়ী দলের অধিনায়ক। দেশের কাছে তিনি 'কাপ্তান' নামেই খ্যাত। তিনি পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি এক ও অদ্বিতীয় ইমরান খান (Imran Khan)। এহেন 'কাপ্তান' গ্রেফতার হতেই জ্বলছে পাকিস্তান। ইসলামাবাদ হাইকোর্টের (Islamabad High Court) বাইরে পাকিস্তানী রেঞ্জার্সদের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এবার ইমরানের গ্রেফতারি নিয়ে ফুঁসে উঠলেন ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনুস (Waqar Younis), শোয়েব আখতার (Shoaib Akhtar), মহম্মদ হাফিজের (Mohammed Hafeez) মতো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করলেন তাঁরা।
ইমরানের গ্রেফতারের প্রতিবাদে ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন শোয়েব, তিনি বলেছেন, 'আমাদের দেশের হিরোর সঙ্গে এটা দেখতে ভালো লাগছে না। ইমরান খানকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে!ওর চোট এবং দেশের জন্য ওর ত্যাগ দেখে ওকে ছাড় দেওয়া উচিত ছিল। আমরা কোনদিকে যাচ্ছি? আমাদের দেশের হিরোকে সম্মান দাও।' ওয়াসিম আক্রম লিখেছেন, 'অধিনায়ক তোমার সঙ্গে আছি। অবিচারের শেষে স্বাধীনতা আসে। তোমাকে আরও শক্তি দিক।' ওয়াকার ইউনিস লেখেন, 'আমাদের নেতাকে নিরাপত্তা দিতে হবে।'
You are one man, but you have the strength of millions.
Stay strong skipper . #BehindYouSkipper
— Wasim Akram (@wasimakramlive) May 9, 2023
— Waqar Younis (@waqyounis99) May 9, 2023
একটি মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন ইমরান। আদালতে বায়োমেট্রিকের সময় পাকিস্তানি রেঞ্জার্সরা সেখানে কাঁচ ভেঙে প্রবেশ করেন এবং অন্য একটি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায় ইমরানকে একপ্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তোলার জন্য।
আরও পড়ুন: India VS Pakistan, Asia Cup 2023: ঝামেলা তুঙ্গে! কেন ভারতকে এশিয়া কাপ বয়কটের হুমকি দিল পাকিস্তান?
— Shoaib Akhtar (@shoaib100mph) May 10, 2023
এই ঘটনার প্রতিবাদে পুলিসের সদর দপ্তরে হামলা চালান ইমরান খানের সমর্থকরা। পাকিস্তানের স্কুলসহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা বন্ধ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশের হয়ে ক্রিকেটে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করা ইমরানের সঙ্গে এই ব্যবহারে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা নিন্দা করলেন। তালিকায় আছেন শোয়েব, আক্রম, ওয়াকারের মত তারকারা।
— Mohammad Hafeez (@MHafeez22) May 9, 2023
এদের মধ্যে আক্রম ও ওয়াকার আবার ইমরানের অধীনে খেলছেন। ক্রিকেট থেকে অবসরের পর ইমরান রাজনীতিতে আসেন। তিনি প্রধানমন্ত্রী হলেও বেশিদিন তাঁর মেয়াদ ছিল না। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে তাঁর পায়ে গুলি চালানো হয়।
ইমরান খানকে ১০ মে আদালতে তোলা হয়েছে। তাঁকে তোষাখানার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাঁর উপরে ১০০-টিরও বেশি মামলা রয়েছে। প্রধানমন্ত্রী যাওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা করা হয় বিভিন্ন ঘটনায়। ইমরানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাঁর নিন্দা করেছেন বিচারপতিও। আদালত থেকে গ্রেফতার করায় আদালতের অবমাননা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এবং পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা করেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)