করোনা পরবর্তী ক্রিকেটে কেমন হবে সেলিব্রেশন? দেখিয়ে দিলেন অ্যান্ডারসন
হ্যান্ডশেক, কোলাকুলি, জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ এখন অতীত।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের নিয়মে নানা বদল আসতে চলেছে। সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আইসিসি নিয়ম করেই বদল আনতে চলেছে। যেমন বলে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ। তেমনই করোনা পরবর্তী ক্রিকেটে বদলে যাচ্ছে সেলিব্রেশনের ধরণ। হ্যান্ডশেক, কোলাকুলি, জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ এখন অতীত। করোনা পরবর্তী সেলিব্রেশন কেমন হবে দেখিয়ে দিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। করোনা পরবর্তী সময়ে প্রায় তিন মাসের ওপর বন্ধ ক্রিকেট। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। তার আগে ইংল্যান্ড ক্রিকেট দল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে। টিম স্টোকস বনাম টিম বাটলার মুখোমুখি হয়েছিল।
Cricket is back and @jimmy9 is taking wickets!
Live Stream: https://t.co/hTUxHpQqJZ pic.twitter.com/u2hi62hYet
— England Cricket (@englandcricket) July 1, 2020
সেখানেই জো ডেনলিকে আউট করেন জেমস অ্যান্ডারসন। তারপরেই কনুই দিয়ে সেলিব্রেশন শুরু হয়ে যায়। যদিও উইকেটকিপার বেন ফোকস দৌড়ে এসে হাই ফাইভের জন্য হাত তুলেছিলেন, কিন্তু তারপরেই তাঁর মনে পড়ে যআয় যে এখন করোনাকালে নতুন নিয়ম।
আরও পড়ুন - ইডেনে প্রথম আন্তর্জাতিক শতরান করেন উইকস; নন্দন কাননের ক্রিকেট মিউজিয়ামের আর্কাইভে এভারটন