IPL 2019: অশ্বিনের 'মাঁকড়ীয়' আউট থেকে বাঁচতে এবার যা করলেন 'গব্বর', দেখুন ভিডিয়ো

মোহালিতে ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রেও হয়েছিল। আর শনিবার দিল্লিতে যেমনটা করলেন শিখর ধাওয়ান।

Sukhendu Sarkar | Updated: Apr 21, 2019, 05:21 PM IST
IPL 2019: অশ্বিনের 'মাঁকড়ীয়' আউট থেকে বাঁচতে এবার যা করলেন 'গব্বর', দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন :  'মাঁকড়ীয়' আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে এবারের আইপিএলে। জোস বাটলারকে 'মাঁকড়ীয়' পদ্ধতিতে আউট করে খবরের শিরোনামে পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। যদিও অশ্বিনের সেই আউট করার ধরণ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। আর তাই মাঠে নামলে প্রতিপক্ষ এখন অশ্বিনের থেকে বেশ সতর্ক থাকেন। মোহালিতে ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রেও হয়েছিল। আর শনিবার দিল্লিতে যেমনটা করলেন শিখর ধাওয়ান।

আরও পড়ুন- IPL 2019: স্লো ওভার রেটের জন্য এবার শাস্তি পেলেন পঞ্জাব অধিনায়ক অশ্বিন

শনিবার ফিরোজ শাহ কোটলায় তখন দিল্লির ব্যাটিং চলছে। ১৩ তম ওভারে বোলিং করছিলেন আর অশ্বিন। স্ট্রাইকিং এন্ডে ছিলেন শ্রেয়াস আইয়ার আর নন স্ট্রাইকিং এন্ডে তখন শিখর ধাওয়ান। ওভারের তৃতীয় বল করতে গিয়ে ধাওয়ানকে সতর্ক করেন অশ্বিন। এরপর বল করতে গেলে ধাওয়ান নন স্ট্রাইকিং এন্ডে ডান্স করলেন। বাটলারের 'মাঁকড়ীয়' আউটটাই যেন ওয়ার্নিং হয়ে দেখা দিয়েছে সকলের ক্ষেত্রে। দেখুন ভিডিয়ো।

যদিও তিন বল পরেই অশ্বিনের বলেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন গব্বর। তার আগে অবশ্য ৪১ বলে ৫৬ রান করে দিল্লির জয়ের ভিত গড়ে দিয়ে যান শিখর ধাওয়ান।