জাদেজা-সোলাঙ্কি মেয়ের নাম রাখলেন 'নিধায়না'

ভারতের তারকা অলরাউন্ডার 'স্যার' রবীন্দ্র জাদেজা এবং পেশায় ইঞ্জিনিয়ার রিভা সোলাঙ্কির বিয়ে হয়েছিল বিগত বছরের ১৭ এপ্রিল। বছর ঘুরতে না ঘুরতেই জাদেজার পরিবারে এল খুশির খবর। বাবা হয়েছেন স্যার জাদেজা। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে খেলতেই স্ত্রী রিভার গর্ভ থেকে কন্যা সন্তানের জন্মের খবর পেয়েছেন 'স্যার' জাদেজা। সেই খবরে জাদেজার সঙ্গেই উচ্ছ্বসিত হয়েছেন জাড্ডুর সতীর্থরা। বিরাট, মাহি, রোহিত, ধাওয়ানরা শুভেচ্ছাও জানিয়েছেন জাড্ডুকে। এবার কেবল অপেক্ষা ছিল নামকরণের। সেটাই সেরে ফেললেন জাদেজা-সোলাঙ্কি। মেয়ের নাম রাখলেন 'নিধায়না'। আর নিজের মেয়ের নামকরণের কথা নিজেই টুইট করে গোটা দুনিয়াকে জানালেন 'স্যার' জাদেজা। 

Updated By: Jun 14, 2017, 03:49 PM IST
জাদেজা-সোলাঙ্কি মেয়ের নাম রাখলেন 'নিধায়না'

ওয়েব ডেস্ক: ভারতের তারকা অলরাউন্ডার 'স্যার' রবীন্দ্র জাদেজা এবং পেশায় ইঞ্জিনিয়ার রিভা সোলাঙ্কির বিয়ে হয়েছিল বিগত বছরের ১৭ এপ্রিল। বছর ঘুরতে না ঘুরতেই জাদেজার পরিবারে এল খুশির খবর। বাবা হয়েছেন স্যার জাদেজা। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে খেলতেই স্ত্রী রিভার গর্ভ থেকে কন্যা সন্তানের জন্মের খবর পেয়েছেন 'স্যার' জাদেজা। সেই খবরে জাদেজার সঙ্গেই উচ্ছ্বসিত হয়েছেন জাড্ডুর সতীর্থরা। বিরাট, মাহি, রোহিত, ধাওয়ানরা শুভেচ্ছাও জানিয়েছেন জাড্ডুকে। এবার কেবল অপেক্ষা ছিল নামকরণের। সেটাই সেরে ফেললেন জাদেজা-সোলাঙ্কি। মেয়ের নাম রাখলেন 'নিধায়না'। আর নিজের মেয়ের নামকরণের কথা নিজেই টুইট করে গোটা দুনিয়াকে জানালেন 'স্যার' জাদেজা। 

 

.