WI vs AFG | T20 World Cup 2024: পুরানকথায় ওভারে ৩৬ থেকে পাওয়ারপ্লে-তে ৯২! ভেঙে তছনছ রেকর্ডের পর রেকর্ড

T20 World Cup Records: এক ম্য়াচে এত রেকর্ড! প্রতিবেদন পড়ার পরেই বুঝতে পারবেন যে ঠিক কী কী ঘটেছে  সেন্ট লুসিয়ায়

Updated By: Jun 18, 2024, 04:19 PM IST
WI vs AFG | T20 World Cup 2024: পুরানকথায় ওভারে ৩৬ থেকে পাওয়ারপ্লে-তে ৯২! ভেঙে তছনছ রেকর্ডের পর রেকর্ড
পুরান ঝড়ে রেকর্ডের পর রেকর্ড ভেঙে তছনছ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেন্ট লুসিয়ার ড্য়ারেন স্য়ামি ন্য়াশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia) ধেয়ে এসেছে রেকর্ডের প্রলয়! টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগের ম্য়াচে, ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তানের দ্বৈরথ (West Indies vs Afghanistan, T20 World Cup 2024) দেখল ক্য়ারিবিয়ানদের একতরফা দাপট। আফগানদের দুরমুশ করেই, দু'বারের চ্য়াম্পিয়নরা বুঝিয়ে দিয়েছে যে, তাঁরা এবার বিপক্ষের ঘুম ছোটাতে চলেছে।  

আরও পড়ুন: চারবার 'গোল্ডেন বুট'! বাগানের জার্সিতে কোন বিশ্বকাপার? মাথা ঘুরিয়ে দেবে বায়োডেটা

ম্য়াচে রশিদ খানরা টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছিলেন রোভম্য়ান পাওয়েলদের। আর এটাই বড় ভুল ছিল তাঁর, তা হাড়ে হাড়ে বুঝিয়ে দেন নিকোলাস পুরান (৫৩ বলে ৯৮) ও জনসন চার্লস (২৭ বলে ৪৩)। আফগান বোলারদের বেদম প্রহার দিয়ে তাঁরা বুঝিয়ে দেন যে কী খেলাটাই না হবে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে তুলেছিল পাঁচ উইকেটে ২১৮ রান। জবাবে আফগানরা ১১৪ রানে গুটিয়ে যায় ১৬ ওভারের মধ্য়েই। দারুণ বোলিংও করে আয়োজক দেশ। ওবেড ম্য়াককয় তুলে নেন তিন উইকেট। গুডাকেশ মোতি ও আকিল হোসেইন নেন দু'টি করে উইকেট। এক উইকেট নেন আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ। আর এই ম্য়াচেই ভেঙে তছনছ হয়েছে রেকর্ডের পর রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য় হয়েই শেষ করল। টানা চার ম্য়াচ জিতে গ্রুপ সি-র টেবল টপার হল।

দেখা যাক কী কী রেকর্ড হল এই ম্য়াচে: 

১০৪- আফগানদের ১০৪ রানে হারিয়ে, উইন্ডিজ তাদের টি-২০ আন্তর্জাতিক ম্য়াচের ইতিহাসে দ্বিতীয় বড় ব্য়বধানে জয়ের রেকর্ড করল। অন্যদিকে আফগানরা তাঁদের টি-২০ আন্তর্জাতিক ইতিহাসে দ্বিতীয় বড় ব্য়বধানে হারল।

৮- নিকোলাস পুরান ম্য়াচে আটটি ছয় মেরেছেন। পুরুষদের কুড়ি ওভারের কাপযুদ্ধের ইতিহাসে এক ইনিংসে যা তৃতীয় সর্বাধিক।

১২৮- পুরান এই মুহূর্তে দেশের জার্সিতে সর্বাধিক টি-২০ ছয়ের মালিক। তিনি ক্রিস গেইলকে (১২৪) টপকে গেলেন।

৬-  পুরান বিশ্বের ষষ্ঠ ব্য়াটার হিসেবে পুরুষদের টি-২০ ক্রিকেটে ৫০০-র বেশি ছয় মারলেন।
 
৯২- উইন্ডিজ পাওয়ারপ্লে-তে ৯২ রান তুলেছে! টি-২০ বিশ্বকাপে এটাই তাদের সর্বাধিক। সার্বিক বিচারে থাকবে চারে।

৩৬- পুরান টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৩৬ রান করলেন।

২০১২- পুরান প্রথম ওয়েস্ট ইন্ডিজ ব্য়াটার হিসেবে দেশের জার্সিতে টি-২০ ফরম্য়াটে ২০০০ রান করলেন।

২১৮-  উইন্ডিজ টি-২০ বিশ্বকাপে তাদের সর্বকালের সর্বাধিক রান করেছে।  সার্বিক বিচারে থাকবে চারে। টি২০আই-তে আফগানিস্তানের বিরুদ্ধে সর্বাধিক স্কোর।
 
 ৪- উইন্ডিজ টানা চার ম্য়াচ অপরাজিত থেকেছে গ্রুপ পর্যায়ে। কুড়ি ওভারের বিশ্বকাপের ইতিহাসে এমনটা পুরানের দেশ করল প্রথমবার।

আরও পড়ুন: 'সারাক্ষণ টুক টুক করলে চলে না'! শ্রীকান্ত-শেহওয়াগের জোড়া ফলায় ফালাফালা বাবর

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.