ভামিকা-য় লুকিয়ে গভীর অর্থ, সংস্কৃতের ভাঁড়ার থেকে নামকরণ Virushka-র মেয়ের
মেয়ের ছবি তাঁরা যেন দেখিয়েও দেখালেন না।
নিজস্ব প্রতিবেদন- মেয়ের ছবি তাঁরা যেন দেখিয়েও দেখালেন না। তবে জীবনে নতুন অতিথি আসায় আনন্দের ভাগিদার করলেন ভক্তদেরও। কিন্তু মেয়েকে এখনও সর্বসমক্ষে তুলে ধরলেন না। ভাব এমন, এখন থেকেই যেন স্পটলাইট থেকে মেয়েকে দূরে রাখতে চাইছেন দুজনে। তবে Virushka-র মেয়ে বলে কথা! বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা চাইলেই কি আর তাঁদের মেয়েকে প্রচারের আলো থেকে সরিয়ে রাখতে পারবেন! Virushka-র সন্তান পৃথিবীর আলো দেখার আগে থেকেই প্রচারের কেন্দ্রে। এখন তো বাবা-মায়ের মাঝে থেকে সে-ই যেন সব। এরকমই তো হওয়ার কথা ছিল। হলও তাই।
ভামিকা (Vamika)। বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) অনেক ভেবে-চিন্তেই হয়তো মেয়ের এমন নাম রেখেছেন। এতক্ষণে তো সবাই জেনেই গিয়েছেন ভামিকা শব্দের অর্থ। দেবী দুর্গা। সংস্কৃতের ভাঁড়ার থেকে এই নাম নিয়েছেন Virushka. আর এই নামের মধ্যে লুকিয়ে রয়েছে গৃঢ় অর্থ। অর্থাত্, ভামিকা শব্দের অর্থ কিন্তু গভীর। মহাদেব শিবের জীবনসঙ্গিনী হিসাবে ভামিকা শব্দের প্রয়োগ হয়। বলা হয়, শিবের বাঁ-দিকে থাকেন যিনি তিনিই ভামিকা। শাস্ত্রমতে, হিন্দু ধর্মে স্ত্রী সাধারণত থাকেন স্বামীর বাঁ-পাশে।
আরও পড়ুন- Shami-র জন্য তাঁর জীবনে আর কোনও জায়গা নেই, ছোট্ট ইঙ্গিতে বোঝালেন হাসিন জাহান
বলাবাহুল্য, বিরুষ্কার সঙ্গে তাঁদের মেয়ের ছবি ঘিরে সকাল থেকেই Social Media তোলপাড়। লাখের বেশি লাইক ও হাজারো কমেন্ট রয়েছে সেই ছবিতে। শুভেচ্ছার বন্যায় ভাসছেন Celebrity দম্পতি। ভামিকার জন্মের ২১ দিন পর তার প্রথম ছবি প্রকাশ্যে আনলেন দুজনে। তবে সেই ছবিতেও ভামিকাকে স্পষ্ট দেখতে পেলেন না ভক্তরা। ভবিষ্যতে হয়তো বিরুষ্কা ভক্তদের সেই আফসোস পুষিয়ে দেবেন!