World Cup 2023 Final: বিশ্বকাপ ট্রফির দাম থেকে ওজন, সব জানুন শুধু এক ক্লিকে

  Price Of World Cup 2023 Trophy: খেলা দেখার ফাঁকেই জেনে নিন বিশ্বকাপ ট্রফির দাম থেকে ওজন। কী দিয়েই বা হয় তৈরি, কত খরচ পড়ে এই ট্রফি বানাতে!

শুভপম সাহা | Updated By: Nov 19, 2023, 04:55 PM IST
 World Cup 2023 Final: বিশ্বকাপ ট্রফির দাম থেকে ওজন, সব জানুন শুধু এক ক্লিকে
যে ট্রফির জন্য় লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অপেক্ষার অবসান। চলে এই সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপ ফাইনালে (World Cup 2023 Final) মুখোমুখি রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার প্য়াট কামিন্স (Pat Cummins)। পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়নরা খেলবে দু'বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। আর কয়েক ঘণ্টা পরেই বিশ্বচ্য়াম্পিয়ন পেয়ে যাবে বাইশ গজ। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের (Ricky Ponting) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। এবার রোহিতদের সামনে সুযোগ মধুর প্রতিশোধ নেওয়ার। টিভি বা স্মার্টফোনে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে দেখতে জেনে নিন বিশ্বকাপ ট্রফির দাম থেকে ওজন। কী দিয়েই বা তৈরি এই ট্রফি...

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: ভারত না অস্ট্রেলিয়া, কে জিতবে 'নাগমণি'? জাজমেন্ট কার্ডে কার হাতে উঠল ট্রফি? ট্যারোট রিডিং বলছে...

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৭৫ সালে। তখন যদিও এই ট্রফিট দেওয়ার প্রচলন ছিল না। বর্তমানে যে ট্রফিটি দেখা যায়, তার অভিষেক ৯৯ বিশ্বকাপে। এর আগে প্রতিটি জয়ী দেশকে দেওয়া হত ভিন্ন ডিজাইনের ট্রফি। তবে ৯৯ বিশ্বকাপেই আইসিসি ভাবে স্থায়ী কোনও ট্রফি দেওয়ার কথা। বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দেওয়ার জন্য়ই, ট্রফির উপরে বসানো হয়েছে একটি গোলাকার গ্লোব। যা একসঙ্গে বল ও পৃথিবীকে বোঝায়। বিশ্বকাপ ট্রফি তৈরি হয় সোনা ও রুপো দিয়েই। মূলত দেখা যায় রুপোর তিনটি স্টাম্প, বেল বসানো হয়েছে গোলাকার চাকতিতে। ট্রফির নীচের দিকে থাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির লোগো। ৬০ সেন্টিমিটার ট্রফির উপরের দিকে থাকা বলটির ওজন প্রায় ৪ কেজি। ট্রফিটির ডিজাইনার জো ক্লার্ক হলেও পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র খোদাই করেছেন।

অনেকেই মনে করেন যে, বিশ্বকাপের ট্রফিটির পুরোটাই সোনা ও রুপো দিয়ে তৈরি। তা কিন্তু একেবারেই নয়। মূলত ট্রফির রং ও স্থায়ীত্ব বাড়ানোর জন্য সোনা-রুপোর জলে বেশ কয়েকবার ডোবানো হয়। বর্তমান ট্রফিটি তৈরি করতে খরচ হয় ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। 
ট্রফিটিতে ১৯৯৯ থেকে সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখা হয়। এখনও ১১টি জায়গা রয়েছে ট্রফিটিতে। তারপর আবার পরিবর্তন করতে হবে এই ট্রফি। 

ফাইনালে টস জিতে প্রথম বল করছে ভারত। টস জিতে কামিন্স বলেছেন: 'উইকেট দেখে শুষ্কই মনে হচ্ছে, আমরা প্রথমে বল করব। শিশির একটা ফ্য়াক্টর। রাতের দিকে এই মাঠে বেশ শিশির পড়ে। এই দলের অংশ হওয়া সত্য়িই গর্বের। টুর্নামেন্টের শুরুটা কিছুটা কঠিন হয়েছিল। কিন্তু এর পর থেকে কোথাও ভুল ভাবে পা পড়েনি। সেমি-ফাইনালের দলই ধরে রাখলাম আমরা।' টস হেরে রোহিত জানান: 'আমি টস জিতলেও প্রথমেই ব্য়াট করতাম। বড় ম্য়াচে বোর্ডে বড় রান করতে হবে। দারুণ কিছু হতে চলেছে এই বিরাট ক্রিকেটীয় উৎসবে। আমাদের শান্ত থাকতে হবে। গতকাল সাংবাদিক বৈঠকেও বলেছি যে, ভারত অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলতে পারা স্বপ্নের মতো। আমরাও দল বদলালাম না।' প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৩ ওভারের খেলা হয়েছে। ভারত তিন উইকেট হারিয়েছে ৮৯ রান।

আরও পড়ুন: World Cup 2023 Final: বিশ্বকাপের ট্রফি বানিয়ে তাক লাগালেন ঝালাই মিস্ত্রি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.