ভারতীয় দলের বোলিং কোচ কে হবেন?
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই ভারতীয় দলের বোলিং কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এখনও পর্যন্ত ভারতীয় দলে কোনও স্পেশালিস্ট বোলিং কোচ নেই। বিসিসিআই সূত্রে জানা গেছে এই পরিস্থিতিতে পাঁচ জন বোলিং কোচের নাম শর্টলিস্ট করেছেন বোর্ড কর্তারা। সেই তালিকা থেকে চূড়ান্ত নাম বেছে নেবে বিসিসিআই। আরও পড়ুন- বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার
ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই ভারতীয় দলের বোলিং কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এখনও পর্যন্ত ভারতীয় দলে কোনও স্পেশালিস্ট বোলিং কোচ নেই। বিসিসিআই সূত্রে জানা গেছে এই পরিস্থিতিতে পাঁচ জন বোলিং কোচের নাম শর্টলিস্ট করেছেন বোর্ড কর্তারা। সেই তালিকা থেকে চূড়ান্ত নাম বেছে নেবে বিসিসিআই। আরও পড়ুন- বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার
এই তালিকায় নাম আছে জাহির খান, পরশ মামরে, আশিস নেহরা, অজিত আগরকর ও ভেঙ্কটেশ প্রসাদের নাম। জাহির খান যদিও সারাবছর ভারতীয় দলের দায়িত্ব নিতে নারাজ। জানা গেছে তার আর্থিক চাহিদা নিয়েও কিছুটা দ্বিধায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতীয় বোর্ড কর্তা ও টিম ম্যানেজমেন্টের পছন্দে সব থেকে এগিয়ে পরশ মামরে ও ভেঙ্কটেশ প্রসাদ। তাদের পিছনেই রয়েছেন আশিস নেহরা।