ICC World Cup 2019: বিশ্বকাপের দশ দল নিয়ে নিজের মতামত জানিয়ে দিলেন ফ্লিন্টফ

রাক্তন ইংরেজ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফও বেছে নিলেন তাঁর ফেভারিট।

Updated By: May 28, 2019, 09:21 PM IST
ICC World Cup 2019: বিশ্বকাপের দশ দল নিয়ে নিজের মতামত জানিয়ে দিলেন ফ্লিন্টফ

নিজস্ব প্রতিবেদন :  বৃহস্পতিবার শুরু বিশ্বকাপ। বিশ্বকাপের ফেভারিট দল কে বা সেমিফাইনালিস্ট কারা কারা হতে পারে সে নিয়ে নানা ভবিষ্যদ্বাণী তো কবে থেকে শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ তো আবার সেরা ব্যাটসম্যান ও বোলারদের তালিকাও তৈরি করে ফেলেছেন। প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফও বেছে নিলেন তাঁর ফেভারিট। সেই সঙ্গে দশটি দলের বিশ্বকাপে কেমন সম্ভাবনা সেটাও জানিয়ে রাখলেন।

অস্ট্রেলিয়া - সেমি ফাইনালে খেলবে।
বাংলাদেশ - ইংল্যান্ডের আবহাওয়ায় সমস্যায় পড়বে।
পাকিস্তান - টুর্নামেন্টে সবসময়ই ভালো দল। সম্ভাবনা আছে।
নিউ জিল্যান্ড- সত্যি কথা বলতে খুব একটা আশা দেখছি না। কিন্তু আমি কিউইদের পছন্দ করি।
শ্রীলঙ্কা - সবসময়ের জন্য সুযোগ রয়েছে শ্রীলঙ্কার।
দক্ষিণ আফ্রিকা - ভালো দল। কিন্তু চাপে পড়ে যায়। চাপ হালকা করতে পারে না।
আফগানিস্তান - একটা বড় দলকে হারাবেই।
ওয়েস্ট ইন্ডিজ - দারুণ সুযোগ আছে কাপ জেতার।
ভারত- ফাইনালে খেলবে কিংবা সেমি ফাইনালে খেলবে। ইংল্যান্ড হারিয়ে দেবে।
ইংল্যান্ড - ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

আরও পড়ুন - ICC World Cup 2019: প্রোটিয়া শিবিরে বড় ধাক্কা! বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ডেল স্টেইন

দেশের মাটিতে ইংল্যান্ডকেই ফেভারিট হিসেবে রাখছেন ফ্লিন্টফ। সেই সঙ্গে ভারত-অস্ট্রেলিয়াকেও সম্ভাব্য সেমি ফাইনালিস্ট হিসেবে রাখছেন তিনি। তেমনই ওয়েস্ট ইন্ডিজ তাঁর ডার্ক হর্স। চমক দেখাবে আফগানিস্তানও।    

 

.