ওপেন করলে সচিন কেন কখনও স্ট্রাইক নিতেন না, জানালেন সৌরভ
দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। টেস্ট (২০০), ওডিআই (৪৬৩), টি-টোয়েন্টি (১), সব মিলিয়ে সচিন টেন্ডুলকর ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তারমধ্যে টেস্টে ব্যাট করেছেন ৩২৯ ইনিংসে, একদিনের ম্যচে ব্যাট করেছেন ৪৫২টি ইনিংসে। কখনও মিডল অর্ডার, কখনও ফার্স্ট ডাউনে ব্যাট করলেও জীবনের বেশির ভাগ সময় ওপেনারের (একদিনের আন্তর্জাতিক ম্যাচ) ভূমিকাতেই দেখা গিয়েছে সচিন টেন্ডুলকরকে। কিন্তু তাকে কখনই স্ট্রাইক নিতে দেখা যায়নি, এর কারণ কী? এই রহস্যের উন্মোচন করে সত্য সামনে আনলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভ, সচিনকে সবসময়ই দেখতেন, একই সঙ্গে মাঠে নেমে নিজে নন-স্ট্রাইকে চলে যেতেন। হঠাৎ একদিন সৌরভ সচিনকে জিজ্ঞাসা করেন, "তুমি কেন স্ট্রাইক নাও না?" উত্তরে সচিন বলেছেন, "আমি ব্যাট করতে গেলেই দর্শক খুব চিৎকার করতে শুরু করে, এতে আমার একাগ্রতা নষ্ট হয়ে যায়"।
ওয়েব ডেস্ক: দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। টেস্ট (২০০), ওডিআই (৪৬৩), টি-টোয়েন্টি (১), সব মিলিয়ে সচিন টেন্ডুলকর ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তারমধ্যে টেস্টে ব্যাট করেছেন ৩২৯ ইনিংসে, একদিনের ম্যচে ব্যাট করেছেন ৪৫২টি ইনিংসে। কখনও মিডল অর্ডার, কখনও ফার্স্ট ডাউনে ব্যাট করলেও জীবনের বেশির ভাগ সময় ওপেনারের (একদিনের আন্তর্জাতিক ম্যাচ) ভূমিকাতেই দেখা গিয়েছে সচিন টেন্ডুলকরকে। কিন্তু তাকে কখনই স্ট্রাইক নিতে দেখা যায়নি, এর কারণ কী? এই রহস্যের উন্মোচন করে সত্য সামনে আনলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভ, সচিনকে সবসময়ই দেখতেন, একই সঙ্গে মাঠে নেমে নিজে নন-স্ট্রাইকে চলে যেতেন। হঠাৎ একদিন সৌরভ সচিনকে জিজ্ঞাসা করেন, "তুমি কেন স্ট্রাইক নাও না?" উত্তরে সচিন বলেছেন, "আমি ব্যাট করতে গেলেই দর্শক খুব চিৎকার করতে শুরু করে, এতে আমার একাগ্রতা নষ্ট হয়ে যায়"।
বাংলার এক জনপ্রিয় টেলিভিশন শো'তে এসে স্মৃতি রোমন্থন করতে গিয়েই সচিনের এই রহস্য জনসমক্ষে খুললাম খুল্লা বলে দেন 'মহারাজ'।