Womens Asia Cup 2022, INDW vs BANW: শেফালির অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালে ভারত

Womens Asia Cup 2022, INDW vs BANW: পাকিস্তানের কাছে হারের পর দিনই ঘুরে দাঁড়াল ভারতের মহিলা ক্রিকেট দল। শনিবার বাংলাদেশকে ৫৯ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ভারতীয় দল করে ৫ উইকেটে ১৫৯ রান। জবাবে মহিলাদের এশিয়া কাপের আয়োজকদের ইনিংস শেষ হল ৭ উইকেটে ১০০ রানে।

Updated By: Oct 8, 2022, 05:35 PM IST
Womens Asia Cup 2022, INDW vs BANW: শেফালির অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালে ভারত
স্মৃতি ও শেফালির ওপেনিং জুটি ম্যাচের ভাগ্য বদলে দিল। ছবি: টুইটার

ভারত: ১৫৯-৫ (শেফালি ৫৫, স্মৃতি ৪৭)
বাংলাদেশ: ১০০-৭ (নিগার সুলতানা ৩৬, ফারজানা ৩০)
ভারত ৫৯ রানে জয়ী।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ২৪ ঘন্টার ব্যবধান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan Womens Cricket Team) বিরুদ্ধে লজ্জার হার ভুলে ঘুরে দাঁড়াল ভারতের মহিলা দল (Indian Womens Cricket Team)। শনিবার সিলেটে একপেশে ম্যাচে বাংলাদেশের মহিলা দলকে (Bangladesh Womens Cricket Team) ৫৯ রানে হারিয়ে দিলেন স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) বাহিনী। এই জয়ের ফলে মহিলাদের চলতি এশিয়া কাপের (Womens Asia Cup 2022) সেমিফাইনালে কার্যত নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হলেন শেফালি বার্মা (Shafali Verma)। 

সিলেটে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। তাঁর বদলে এদিন অধিনায়কত্ব করেন স্মৃতি মন্ধানা। টস জিতে স্মৃতি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। শুরুটা দুর্দান্ত করে ভারত। আগের দিনের বাদ পড়া ওপেনার শেফালি প্রথম একাদশে ফিরেই ৪৪ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। অধিনায়ক স্মৃতিও মাত্র ৩৮ বলে ৪৭ রান করেন। ভাল ফর্মে থাকা জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) এদিন মাত্র ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানে পৌঁছে যায় ভারত।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। ওপার বাংলার মেয়েদের প্রথম উইকেট পড়ে দশম ওভারে। ৯ ওভারে তারা মাত্র ৪৫ রান তোলে। সেই রানের ঘাটতি আর পূরণ হয়নি। এরপর স্কোরবোর্ডের চাপে একের পর এক উইকেট খোয়াতে থাকে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা (৩৬) ছাড়া আর কেউই সেভাবে রুখে দাঁড়াতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারত জেতে ৫৯ রানে।

আরও পড়ুন: Mohammed Shami, ICC T20 World Cup 2022: জসপ্রীত বুমরার বিকল্প পেয়ে গেল রোহিতের টিম ইন্ডিয়া, কে তিনি? জেনে নিন

আরও পড়ুন: Rohit Sharma, ICC T20 World Cup 2022: রোহিতের চাপ বাড়িয়ে চোটের তালিকায় নাম লেখালেন আর এক পেসার! কে তিনি?

এই জয়ের ফলে ৫ ম্যাচে ৪টি জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে ব্যবধান বাড়িয়ে নিল ভারত। সেই সঙ্গে এশিয়া কাপের সেমিফাইনালেও কার্যত নিশ্চিত হয়ে গেলেন হরমনপ্রীতরা। আগের ম্যাচে ভারতকে হারানোর পর পাকিস্তান উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ ৪ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে চতুর্থ স্থানেই রয়ে গেল। তবে ভারতের কাছে হারলেও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখনও রয়েছে বাংলাদেশ। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.