টস জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড, ভাল বল করছে ভারত

Updated By: Jul 23, 2017, 04:51 PM IST
টস জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড, ভাল বল করছে ভারত

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজ অধিনায়ক। যেকোনও প্রতিযোগিতার ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করাটা কিছুটা সুবিধাজনক। এমনই দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। সেই হিসেবে ফাইনালের শুরুতে খানিকটা এগিয়েই গিয়েছে ইংল্যান্ড। যদিও খারাপ শুরু করেনি ভারতীয় বোলাররাও।

আরও পড়ুন বিশ্বকাপ ফাইনালের আগে মেয়েদের দল নিয়ে গম্ভীর কী বলেছেন শুনেছেন?

এই প্রতিবেদন লেখার সময় ২৫ ওভার ম্যাচ হয়ে গিয়েছে। আর ২৫ ওভারের শেষে ইংরেজদের রান এখন ৩ উইকেটের বিনিময়ে ১০৩। তাদের দুই ওপেনারই আউট হয়ে ফিরে গিয়েছেন। ওপেনার উইনফিল্ড করেছেন ২৪ রান। অন্য ওপেনার বেমন্ট করেছেন ২৩ রান। অধিনায়ক নাইট আউট হয়েছেন মাত্র ১ রান করেই। ভারতের হয়ে দুটো উইকেট নিয়েছেন পুনম যাদব। আর একটি উইকেট পেয়েছেন গায়কোয়াড়। ঝুলন গোস্বামী এখনও পর্যন্ত কোনও উইকেট না পেয়েও পাঁচ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে দুটো মেডেন ওভার নিয়েছেন।

আরও পড়ুন  মেয়েদের বিশ্বকাপের ফাইনালে জিতবে কে, কী বললেন সৌরভ গাঙ্গুলি?

.