ICC World Cup 2019: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভুল আম্পায়ারিং-এর শিকার ধোনি! রান আউট নিয়ে প্রশ্ন
একদিনের ক্রিকেটে আইসিসি-র নিয়ম বলছে, থার্ড পাওয়ার প্লে-তে পাঁচ জন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারেন।
নিজস্ব প্রতিবেদন: ধোনি-জাদেজার দুরন্ত জুটিতে সেমি-ফাইনাল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। জাদেজা আউট হওয়ার পর ধোনির রান আউটে ভারতের বিশ্বকাপ অভিযান শেষ। মার্টিন গাপ্টিলের ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কিউইরা। কিন্তু ধোনির রান আউটটা কি বৈধ ছিল?
Am I the only one to see this???
Just before MSD got Run-out, six fielders were outside the circle
Don't know whether it is umpiring fault or GPS error
BTW, it was still a runout...#Dhoni #DhoniAtCWC19 #INDvNZ #CWC19 @msdhoni @imVkohli @ICC @BCCI @htTweets @Dhoni7_fc pic.twitter.com/75ToHp0UXZ— WAni BaSit (@imphoenixbmw) July 10, 2019
টুইটারে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে বলটিতে ধোনি আউট হন সেটা বৈধ বল ছিল না! একদিনের ক্রিকেটে আইসিসি-র নিয়ম বলছে, থার্ড পাওয়ার প্লে-তে পাঁচ জন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারেন। কিন্তু ধোনি যে বলে রান আউট হন তার আগেই একটি গ্রাফিক্সে দেখা যাচ্ছে ৬ জন নিউ জিল্যান্ডের ফিল্ডার ৩০ গজের বৃত্তের বাইরে রয়েছেন। ১০ বলে তখন ভারতের দরকার আর ২৫ রান।
আরও পড়ুন - সেমি-ফাইনালে হার! রোহিতের চোখে জল... ভাইরাল ভিডিয়ো
আম্পায়ার যদি ওই বলটি নো বল কল করতেন তাহলে হয়তো ধোনি দু রান নিতে না। ফ্যানরা বলছেন আম্পায়ার ভুলটা করেছেন। কারণ ওটা নো বল হলে পরের বলটি ফ্রি হিট হতো। হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারত! হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ারের এমন ভুলের শিকার কি এবার ধোনি হলেন? প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।