Wrestlers Protest Updates: চার দাবি জানিয়ে এবার IOA-কে চিঠি কুস্তিগীরদের

Wrestlers Protest Updates: এবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীররা। আইওএ সভাপতি পিটি ঊষাকে চিঠি দিয়ে বিনেশ ফোগাটরা তাঁদের সুস্পষ্ট দাবি জানিয়েছেন। 

Updated By: Jan 20, 2023, 07:49 PM IST
Wrestlers Protest Updates: চার দাবি জানিয়ে এবার IOA-কে চিঠি কুস্তিগীরদের
এবার আইওএ-র দ্বারস্থ কুস্তিগীররা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভারতীয় কুস্তিতে এখন প্রবল ঝড় উঠেছে। খোদ রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India, WFI) সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন দেশের নক্ষত্র মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাট (Vinesh Phogat)। জাতীয় কুস্তি সংস্থার সভাপতির অপসারণের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছেন  বজরং পুনিয়া, সাক্ষী মালিক, সরিতা মোর, সঙ্গীতা ফোগাট, সত্যওয়ার্ট মালিক, জিতেন্দর কিনহাস, সুমিত মালিকের মতো ৩০ জন কুস্তিগীররা। এবার ভিনেশরা দ্বারস্থ হলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association)। 

আরও পড়ুন: Wrestler's Protest in Delhi: দিল্লিতে কুস্তিগীরদের ধরনায় হাজির বৃন্দা, মঞ্চ থেকে নেমে যেতে বললেন বজরং পুনিয়া

আইওএ-র সভাপতি পিটি ঊষাকে চার দাবি জানিয়েছেন আন্দোলনরত কুস্তিগীররা। সেই চিঠিতে সই করেছেন  বিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক,  রবি কুমার ও দীপক পুনিয়া। চিঠির কুস্তিগীরদের দাবিগুলি হল- ১) যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে আইওএ অবিলম্বে কমিটি গঠন করে তদন্ত শুরু করুক। ২) জাতীয় কুস্তি সংস্থার সভাপতির পদত্য়াগ, ৩) চলতি কুস্তি সংস্থার কমিটি ভেঙে দেওয়া হোক এবং ৪) নতুন কমিটি গঠন করে এই সংস্থা চালানো হোক, যেখানে কুস্তিগীরদের পরামর্শ নেওয়া হবে।  

বিনেশ বলেছেন, 'শ্লীলতাহানি নিয়ে কথা বললে আমাদের কেরিয়ার শেষ হয়ে যাবে বলেও হুমকি দেওয়া হয়। ফেডারেশনের সদস্যরা মহিলা কুস্তিগীরদের সঙ্গে অশালীন ভাষাতেও কথা বলেছেন। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছি। কিছু কোচ আছেন, যাঁরা জাতীয় ফেডারেশনের খুব কাছের। সেই কোচেরাই অল্পবয়সী মেয়েদের শোষণ করেছে। জানি না মোট কত তরুণীর তাঁদের জন্য ক্ষতি হয়েছে! আমাকে অন্তত ১০-১২ জন মহিলা কুস্তিগীর জানিয়েছেন যে, ডব্লিউএফআই-এর সভাপতির তাঁদের যৌন হেনস্থা করেছে। আমি তাদের নাম এখনই বলছি না। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি নামগুলি বলব। আমাকে মানসিক ভাবে নির্যাতনও করেছে ডব্লিউএফআই। মনে হত জীবন শেষ করে দিই।' গোটা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে কুস্তিগীরদের এই আন্দোলনে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.