Wriddhiman Saha Controversy: BCCI-এর কাছে হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানিয়ে দিলেন ঋদ্ধি

সুবিচারের আশায় ঋদ্ধি। 

Updated By: Mar 5, 2022, 08:04 PM IST
Wriddhiman Saha Controversy: BCCI-এর কাছে হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানিয়ে দিলেন ঋদ্ধি
সুবিচারের আশায় বিসিসিআই-এর কাছে ঋদ্ধি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা। তবে জনসমক্ষে নয়। বরং বিসিসিআই-এর গঠন করা তিন সদস্যের কমিটির কাছে সেই সাংবাদিকের নাম জানিয়ে দিলেন ৪০টি টেস্ট খেলা ঋদ্ধি। বোর্ডের চুক্তিতে থাকার জন্য ঋদ্ধির এই ইস্যু খুবই গুরুত্ব দিয়ে দেখছে বিসিসিআই। সেই জন্য শনিবার দুপুরে দিল্লি উড়ে গিয়েছিলেন পাপালি। সেখানেই বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধক্ষ্য অরুণ ধুমাল ও অ্যাপেক্স কাউন্সিলের অন্যতম সদস্য প্রভতেজ ভাটিয়ার কমিটির কাছে হুমকি দেওয়া সাংবাদিকের নাম বলে দেওয়া ছাড়াও, সেই ব্যক্তির পাঠানো মেসেজের স্ক্রিনশট ও অন্যান্য তথ্য তুলে ধরেন তিনি। শোনা যাচ্ছে  ঋদ্ধির জবাবে সন্তুষ্ট বোর্ডের এই কমিটি।  

এই বিষয়ে জি ২৪ ঘণ্টাকে অরুণ ধুমাল বলেন, "ঋদ্ধির বিষয়টা বোর্ড খুবই গুরুত্ব দিয়ে দেখছে। কারণ ও একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার। শনিবার দুপুরে ও আমাদের সামনে উপস্থিত হয়ে যাবতীয় তথ্য পেশ করেছে। এ বার আমরা সেই রিপোর্ট বিসিসিআই-এর শীর্ষ কর্তাদের কাছে পাঠিয়ে দেব।" কিন্তু প্রশ্ন হল কতদিনের মধ্যে ঋদ্ধি সুবিচার পাবেন? অরুণ ধুমাল যোগ করলেন, "ঋদ্ধির ইস্যু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আরও অনেক দায়িত্ব আমাদের আছে। সময় এলে আপনারা সব তথ্য জানতে পারবেন।" 

গত ১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার কিছুক্ষণ পরেই ঋদ্ধি টুইটারে সেই সাংবাদিকের হুমকি তুলে ধরেছিলেন। সেই সাংবাদিক ঋদ্ধিকে রীতিমতো অসম্মানিত করে কিছু মেসেজ করেন।  সেই রাতে টুইটারে একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন ঋদ্ধি। সেই স্ক্রিনশটে চোখ রাখলে দেখা যাচ্ছিল এক সাংবাদিক ঋদ্ধিকে কার্যত ‘হুমকি’ দিয়েছেন। ঋদ্ধি এই পোস্টের সঙ্গেই লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের থেকে এমন বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।' 

সাংবাদিক লিখেছিলেন, "আমার সঙ্গে একটা ইন্টারভিউ করো। (তোমার জন্য) ভাল হবে। " এক মিনিট পরেই আরও একটি মেসেজ করেন সেই সাংবাদিক। সেখানে লেখা হয়েছে, "ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সব থেকে বেশি সাহায্য করতে পারবে।"  ঋদ্ধি এই পোস্টের সঙ্গেই লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের থেকে এমন বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।" 

এরপরেই ঝড় উঠে যায়। এই বঙ্গ উইকেটকিপারের পাশে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। যদিও এরপরেও ঋদ্ধি সোশ্যাল মিডিয়াতে সেই সাংবাদিকের নাম তুলে ধরেননি। তবে এ বার বোর্ড কর্তাদের কাছে সেই সাংবাদিকের নাম জানিয়ে এসেছেন। 

এ বার এই বিতর্ক কবে থামে সেটাই দেখার। 

আরও পড়ুন: Shane Warne Passes Away: যৌন কেলেঙ্কারি থেকে বেটিং বিতর্ক, নানা রূপে ক্রিকেটের 'দিয়েগো মারাদোনা'

আরও পড়ুন: Ranji Trophy: দুরন্ত নীলকণ্ঠ, চণ্ডীগড়ের বিরুদ্ধে জিতে হ্যাটট্রিক করতে মরিয়া বাংলা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

 

.