WT20: সাহসী ছিলাম না, শুরু থেকে আগ্রাসী নিউজিল্যান্ড, চাপে হার-স্বীকারোক্তি Virat-র
পাকিস্তানের কাছে হারার পর নিউজিল্যান্ড ম্যাচে জিততেই হত টিম ইন্ডিয়াকে। সেই চাপেই কি ম্যাচে বিপর্যয়?
নিজস্ব প্রতিবেদন: আইপিএলে খেলেও বড় ম্যাচের চাপ নিতে পারছে না টিম ইন্ডিয়া? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে কার্যত স্বীকার করে নিলেন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে তিনি বললেন,'সত্যি বলতে আমরা ব্যাটে-বলে সাহসী ছিলাম না।'
পাকিস্তানের কাছে হারার পর নিউজিল্যান্ড ম্যাচে জিততেই হত টিম ইন্ডিয়াকে। সেই চাপেই কি ম্যাচে বিপর্যয়? কোহলি জানান,''এটা বেশ অদ্ভূতুড়ে। সত্যি বলতে কি আমরা ব্যাট-বলে সাহসী ছিলাম না।'' শরীরী ভাষাতেও নিউজিল্যান্ড এগিয়ে ছিল বলেও স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন,''মাঠের নামার সময় আমাদের শরীরী ভাষা সাহসী ছিল না। নিউজিল্যান্ড আমাদের চেয়ে বেশি আগ্রাসন দেখিয়েছে। শরীরী ভাষাতেও এগিয়ে ছিল ওরা। প্রথম বল থেকে আমাদের উপরে চাপ সৃষ্টি করেছে। গোটা ইনিংস সেই চাপ ধরে রেখেছিল।''
এ দিন ভারতের মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। ২০১০-র মতো ভারত ব্যাটিং করছে বলে খোঁচা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। কোহলির ব্যাখ্যা,''প্রতিবার আমরা সুযোগ নিতে গিয়েছি আর উইকেট পড়েছে। কারণ ব্যাট করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়েছি আমরা। কখন শট নেওয়া উচিত আর কখন নয় সেটাই ঠিক করে উঠতে পারিনি।''
এই চাপ তো নতুন নয়। ভারতের মতো দেশে যেখানে ক্রিকেট ধর্ম সেখানে প্রত্যাশা তো থাকবেই, তা-ও উল্লেখ করেছেন কোহলি। তাঁর কথায়,''ভারতীয় ক্রিকেট দলে থাকলে প্রত্যাশার প্রচুর চাপ থাকে। শুধু ভক্তরা নয় বরং খেলোয়াড়রা নিজেরও চাপ অনুভব করে। যেখানেই আমরা যাই মানুষ সমর্থন করতে মাঠে আসেন। এত বছর ধরে আমরা এটার সঙ্গে মানিয়ে নিয়েছি। কীভাবে তা সামলাতে হবে সেটাও শিখেছি।''
আরও পড়ুন-WT20: বিশ্বকাপে কার্যত বিদায় ভারতের, IPL-র মাতব্বররা দেশের জার্সিতে ফিকে