WT20: Team India-র ব্যাটিং ব্যর্থতা দেখলেন এই ব্রাত্য ওপেনার, কে তিনি?

কোহলির লড়াই ও বাকিদের আত্মসমর্পণ দেখলেন এই ওপেনার।   

Updated By: Oct 24, 2021, 10:25 PM IST
WT20: Team India-র ব্যাটিং ব্যর্থতা দেখলেন এই ব্রাত্য ওপেনার, কে তিনি?
মহারণে নামার আগে আলোচনায় মগ্ন টিম ইন্ডিয়া। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: নির্বাচকরা সদয় হলে এই সময় তাঁর ভারতীয় দলের ডাগ আউটে থাকার কথা ছিল। তবে সেটা হল না। আইপিএল-এ রান করার পরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) দল থেকে বাদ পড়েছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তবুও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সতীর্থদের পারফরম্যান্স দেখার জন্য রবিবার ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন গব্বর। 

আরও পড়ুন: WT20, IND vs PAK: হাফ সেঞ্চুরির অনন্য রেকর্ডে জাত চেনালেন Virat Kohli

Shikhar Dhawan is watching his teammates play. Photo: Twitter

তবে ভারতের বাকি ক্রিকেট প্রেমীদের মত গব্বরকেও হতাশ হতে হল। বিসিসিআই সচিব জয় শাহ ও অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বসে তাঁর দলের ব্যাটিং ব্যর্থতা দেখলেন এই বাঁহাতি ওপেনার।  বল হাতে আগুন ছোটাতে দেখলেন শাহিন শাহ আফ্রিদকে (Shaheen Shah Afridi)। ভারতীয় ইনিংসের প্রথম ওভারেই আফ্রিদির চকিতে ভেতরে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে গেলেন রোহিত শর্মা। তৃতীয় ওভারে ছন্দে থাকা কে এল রাহুলের স্টাম্প ছিটকে গেল। এ বারও বোলার সেই বাঁহাতি আফ্রিদি। স্কোরবোর্ডে তখন মাত্র ৬ রান। সেট হয়েও কিছুক্ষণ পরেও উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেন সূর্যকুমার যাদব। ভারত সেই সময় মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে। 

ঠিক সেই সময় ঋষভ পন্থকে নিয়ে রুখে দাঁড়ালেন বিরাট কোহলি (Virat Kohli)। পন্থকে নিয়ে চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করলেন ভারত অধিনায়ক। পন্থ ৩০ বলে ৩৯ রানে আউট হলেও, কোহলি লড়াই জারি রেখেছিলেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫৭ রান করে ভারতীয় ইনিংসের ঊনিশতম ওভারে আফ্রিদির বলে তিনি যখন কট বিহাইন্ড হয়ে ফিরলেন তিনি। ফলে প্রাথমিক চাপ কাটিয়ে ৭ উইকেটে ১৫১ তুলল ভারত। আফ্রিদি ৩১ রানে ৩ ও হাসান আলি ৪৪ রানে ২ উইকেট নিলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.