WATCH | WTC 2023 Final: 'এদের আছে শুধুই ভুয়ো আত্মবিশ্বাস'! দেশের প্রাক্তন মহারথীর বেনজির আক্রমণ

Harbhajan Singh Tears Into Indian Team After WTC Final Loss: ডব্লিউটিসি ফাইনাল বিপর্যয়ের পর, ভারতের প্রাক্তন মহারথীরা বিরাট রোহিতদের ধুয়ে দিচ্ছেন। হরভজন সিং এবার অকাট্য যুক্তিতে বেনজির আক্রমণ করলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যদের।  

Updated By: Jun 13, 2023, 02:54 PM IST
WATCH | WTC 2023 Final: 'এদের আছে শুধুই ভুয়ো আত্মবিশ্বাস'! দেশের প্রাক্তন মহারথীর বেনজির আক্রমণ
রোহিতদের ধুয়ে দিলেন হরভজন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেনিংটন ওভালে (Oval) প্যাট কামিন্সের  (Pat Cummins) অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ২০৯ রানে হেরেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC 2023 Final)। ব্যাক-টু-ব্যাক আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিনিশিং লাইন টপকাতে পারল না খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিম। ভারতের ভরাডুবির পরেই দেশের প্রাক্তন মহারথীরা ধুয়ে দিয়েছেন বিরাট-রোহিতদের। কিবদন্তি স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) সাফ বলছেন যে, ভারত নিজেদের ঘরে স্পিন সহায়ক পিচে খেলেই ডুবছে বারবার। পেস সহায়ক পিচে পাঁচদিনের ক্রিকেট না খেললে, ভারতের রোগ সারবে না বলেই মত ভাজ্জির। 

ম্যাচের পর ভাজ্জি সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন,'এদের রয়েছে ভুয়ো আত্মবিশ্বাস। প্রথম বল থেকেই যে পিচে বল স্পিন করা শুরু করে দেয়, সেই খারাপ পিচে খেলে এবং ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাসী বলেছে। আড়াই দিন নয়, টানা পাঁচ দিন কঠোর পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলতে হবে। তবেই এরকম বড় ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া যায়। ফাস্ট বোলাররা ভারতের স্পিনিং পিচে বলই করে না। স্পিনারদের ব্যবহার করা হয় একদম প্রথম থেকে। অনেক কিছু শুধরানোর আছে এই দলের।' আইপিএল শেষ করেই ভারতীয় দল চলে এসেছে লন্ডনে। সেভাবে প্রস্তুতির সময়ই পাননি রোহিতরা। আর তার ফলই ভুগতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। 

আরও পড়ুন: Lanka Premier League 2023: এবার দ্বীপরাষ্ট্রে কুড়ি ওভারের যুদ্ধ, নিলামে ভারতের বিশ্বকাপ জয়ী মহারথী!

রোহিত ডব্লিউটিসি ফাইনাল হেরে বলেছেন, 'দেখতে গেলে এরকম ফাইনালের আগে প্রস্তুতির জন্য় অনেক সময় লাগে। গতবার আমরা ইংল্যান্ডে গিয়ে যেটা করেছিলাম। আমরা ২৫-৩০ দিন পেয়েছিলাম প্রস্তুতি নেওয়ার জন্য। সকলেই ফল দেখেছে। শেষ ম্যাচ ভেস্তে যাওয়ার আগে আমরা ২-১ এগিয়ে ছিলাম। আমাদের ভালো সময় দরকার। বোলারদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। টেস্ট ক্রিকেটে একটা শূঙ্খলা প্রয়োজন। শামি, সিরাজ ও উমেশরা যথেষ্ট অভিজ্ঞ। কিন্তু তাদেরকেও ধারাবাহিক ভাবে ঠিক জায়গায় বল করে, ব্যাটারদের চ্যালেঞ্জ জানানোর জন্য় সময় প্রয়োজন। আমি চাইব এরকম ফাইনালের আগে ২০-২৫ দিনের প্রস্তুতি সারতে।'রোহিত কোথাও বুঝিয়েই দিলেন যে, আইপিএল শেষ করেই লন্ডনে এসে খেলতে গিয়ে ডুবলেন তাঁরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.