WTC 2023 Final | Virat Kohli: সচিন-রাহুলদের এলিট ক্লাবের সদস্য হলেন বিরাট! কোন বিরল রেকর্ড করলেন 'কিং'?

Virat Kohli Joins Sachin Tendulkar, Rahul Dravid In Elite List: বিরাট কোহলির সঙ্গে রেকর্ডের সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি ব্যাট ধরলেই কোনও না কোনও রেকর্ড হয়। এবার বিরাট অনন্য টেস্ট রেকর্ড করে ফেললেন।

Updated By: Jun 11, 2023, 03:27 PM IST
 WTC 2023 Final | Virat Kohli: সচিন-রাহুলদের এলিট ক্লাবের সদস্য হলেন বিরাট! কোন বিরল রেকর্ড করলেন 'কিং'?
কোহলির জন্য আশায় বুক বাঁধছেন ভারতীয় ফ্যানরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নামলেই, পরিসংখ্যানবিদরা খাতা-কলম নিয়ে তৈরি থাকেন। কারণ ব্যাটিং মায়েস্ত্রো বিরাট ও রেকর্ড সমার্থক। কেনিংটন ওভালের (The Oval) বাইশ গজে 'আল্টিমেট টেস্ট' ওরফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) লড়ছে। কার্যত অসাধ্যসাধন করলেই ভারতের পক্ষে এই টেস্ট জেতা সম্ভব হবে। ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন বিরাট ও অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। শনিবার চতুর্থ দিনের শেষে ভারত ৩ উইকেট হিয়ে ১৬৪ রান তুলেছিল। ৪৪৪ রানের লক্ষ্যমাত্র টিম ইন্ডিয়ার। শেষ দিনে দরকার ২৮০। কোহলি ৪৪ ও রাহানে ২০ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলা শুরু করেছেন। 

আরও পড়ুন: WTC Final 2023 India vs Australia Day 4 Score Updates: লক্ষ্য ৪৪৪, চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ১৬৪! শেষ দিনে দরকার ২৮০

কোহলি চতুর্থ দিনেই চলে গিয়েছেন সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়দের এলিট ক্লাবে। কোহলি পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক টেস্ট রানের রেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টারের। ৩৬৩০ রান করেছেন তিনি। ভিভিএস লক্ষ্মণ রয়েছেন দুয়ে। ২৪৩৪ রান করেছেন তিনি। তালিকায় তিনে আছেন ভারতের বর্তমান হেড কোচ ওরফে 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাঁর ২১৪৩ টেস্ট রান রয়েছে। চারে রয়েছেন টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা। সৌরাষ্ট্রের ব্যাটারের ঝুলিতে আছে ২০৭৪ রান। পাঁচে কোহলি ২০৩৭* রান। পঞ্চম দিনে সাত উইকেটে ২৮০ রান তোলা কার্যত 'মিশন ইম্পসিবল'! তবুও ভারতীয় ফ্যানরা বুক বাঁধছেন কোহলির জন্য়। তাঁদের বিশ্বাস 'কিং কোহলি'র পক্ষে সম্ভব ভারতকে বৈতরণী পার করানো।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.