WTC Final 2023 India vs Australia Day 4 Score Updates: লক্ষ্য ৪৪৪, চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ১৬৪! শেষ দিনে দরকার ২৮০

 এবার ভারতীয় দলের কাছে ট্রফি জেতার সুযোগ থাকলেও শেষদিনে লক্ষ্যমাত্রা অনেকটাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে বড় রানের ইনিংস পেরোতে হচ্ছে ভারতকে। শেষ দিনে ফাইনাল জিততে প্রয়োজন ২৮০ রান। তৃতীয় দিনে অজিঙ্ক রাহানের ব্যাটিং আশার আলো দেখালেও, শেষ হাসি কি হাসতে পারবে ভারত? 

Updated By: Jun 11, 2023, 08:52 AM IST
WTC Final 2023 India vs Australia Day 4 Score Updates: লক্ষ্য ৪৪৪, চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ১৬৪! শেষ দিনে দরকার ২৮০
ফোটো- ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে ওভালে। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য WTC এর ফাইনালে উঠল ভারত। এবার ভারতীয় দলের কাছে ট্রফি জেতার সুযোগ থাকলেও শেষদিনে লক্ষ্যমাত্রা অনেকটাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে বড় রানের ইনিংস পেরোতে হচ্ছে ভারতকে। শেষ দিনে ফাইনাল জিততে প্রয়োজন ২৮০ রান। তৃতীয় দিনে অজিঙ্ক রাহানের ব্যাটিং আশার আলো দেখালেও, শেষ হাসি কি হাসতে পারবে ভারত? 

আরও পড়ুন, WTC Final 2023, IND vs AUS: হতভাগ্য শুভমন ও ব্যাটিং ব্যর্থতার পরেও বিরাট-রাহানের ব্যাটে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে শেষদিনে এই রান তোলা মিরাকল ছাড়া সম্ভব না-ও হতে পারে। টি-২০ তে যে রান তাড়া করা সম্ভব টেস্টে তা কার্যত অসম্ভব। রানের গতি দ্বিগুণ হলে তবেই হারানো যেতে পারে অজিদের। ম্যাচ ড্র হলে সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যুগ্মভাবে বিজয়ী হবে ভারত-অস্ট্রেলিয়া অনেকক্ষেত্রেই উইকেট হাতে রেখে ইনিংস শেষ করার মরিয়া চেষ্টা করে অনেক দল। সেক্ষেত্রে শেষ দিন উতরে দিতে ওভালে ৪৪৪ রানকে সামনে রেখে টেস্ট ড্র করতে হলে অন্তত ১৩৭ ওভার টিকে থাকতে হবে ভারতকে। 

চতুর্থ দিনের শুরুতেই উমেশ যাদবের ঝোড়ো পেসে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লাবুশেন। ১২৪ রানে ৫ উইকেট খোয়ায় অজিরা। এরপর ষষ্ঠ উইকেটটি নেন জাদেজা। বলের ঘূর্ণি বোঝার আগেই ব্যাট-প্যাডে লেগে সোজা উইকেট দেন গ্রিন। অজিদের স্কোরবোর্ডে তখন ১৬৭ রান। এরপর ২৬০ রানে পড়ে সপ্তম উইকেটটি। মিশেল স্টার্ক আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। 

৪৪৪ রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালই হয়েছিল ভারতীয় দলের৷ কিন্তু ৪১ রানে শুভমন গিলের উইকেট খোয়াতে হয় ইন্ডিয়াকে। গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গিল। তবে  শুভমন গিল কি সত্যি ই আউট ছিলেন? থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারার জুটিতে ৭১ বলে ৫০ রানের একটি পার্টনারশিপ তৈরি করে ভারত। 

যদিও এরপর নাথান লিয়নের হাতে আউট হন রোহিত এবং কিছু পরে পূজারা৷ তবে এখন ক্রিজে রয়েছে অজিঙ্ক রাহানে এবং বিরাট কোহলি।  চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ১৬৮ রান করেছে ভারত। এখনও দরকার ২৮০ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে ক্রিজ আঁকড়ে থেকে ট্রফি কি নিজেদের করে নিতে পারবে বিরাট-রোহিতরা, সেদিকেই তাকিয়ে দেশ।

আরও পড়ুন, Virat Kohli And Shubman Gill: শুভমনের বিশেষ জায়গায় হাত দিলেন বিরাট! ভাইরাল ভিডিয়ো দেখে হেসে উঠল সোশ্যাল মিডিয়া

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.