যুব অলিম্পিকে সোনা জয় সৌরভের

যদিও শুরুটা ভালো হয়নি সৌরভের। প্রথম চারটি শুটে ১০-এর নিচে স্কোর করেন ১৬ বছর বসয়ী ভারতীয় শুটার।

Updated By: Oct 11, 2018, 08:46 AM IST
যুব অলিম্পিকে সোনা জয় সৌরভের

নিজস্ব প্রতিবেদন : আর্জেন্তিনার বুয়েনস আয়ারসে অনুষ্ঠিত যুব অলিম্পিক থেকে বুধবার ভারতকে তৃতীয় সোনা এনে দিলেন শুটার সৌরভ চৌধুরী। মানু ভাকেরের পর এবার সৌরভের হাত ধরে শুটিংয়ে সোনা এল। প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতে নজির গড়েন শুটার মানু ভাকের। আর্জেন্তিনার মাটিতে ইউথ অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জেতেন ষোড়শী কন্যা। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জেতেন মেহুলি ঘোষ। 

ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন সৌরভ। যদিও শুরুটা ভালো হয়নি সৌরভের। প্রথম চারটি শুটে ১০-এর নিচে স্কোর করেন ১৬ বছর বসয়ী ভারতীয় শুটার। কিন্তু তারপর থেকেই ছন্দে ফেরেন সৌরভ এবং শেষ পর্যন্ত ২৪৪.২ স্কোর করে সোনা জিতে নেন। এর আগে এশিয়ান গেমস এবং জুনিয়র আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন মীরাটের শুটার সৌরভ।  

.