যুবভারতীতে ৯ ফেব্রুয়ারির ডার্বি দিনের আলোতেই

আগামি নয়ই ফেব্রুয়ারির ডার্বি ম্যাচও নৈশালোকে হচ্ছে না। এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। স্টেডিয়ামের বাইরে সৌন্দর্য্যায়নের কাজ চললেও ভিতরে ফ্লাডলাইটের কাজ এখনও অধরাই। গোটা রাজ্যের সৌন্দর্য্যায়নের মতই এবার সৌন্দর্য্যায়নের পথে যুবভারতী ক্রীড়াঙ্গন। স্টেডিয়ামে বসছে সিসিটিভি ক্যামেরা। বাইরে সৌন্দর্য্যায়নের জন্য বসছে দেড়শোটি বাতিস্তম্ভ। বসানো হচ্ছে চোখধাঁধানো ফোয়ারাও।

Updated By: Jan 29, 2013, 09:46 PM IST

আগামি নয়ই ফেব্রুয়ারির ডার্বি ম্যাচও নৈশালোকে হচ্ছে না। এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। স্টেডিয়ামের বাইরে সৌন্দর্য্যায়নের কাজ চললেও ভিতরে ফ্লাডলাইটের কাজ এখনও অধরাই।
গোটা রাজ্যের সৌন্দর্য্যায়নের মতই এবার সৌন্দর্য্যায়নের পথে যুবভারতী ক্রীড়াঙ্গন। স্টেডিয়ামে বসছে সিসিটিভি ক্যামেরা। বাইরে সৌন্দর্য্যায়নের জন্য বসছে দেড়শোটি বাতিস্তম্ভ। বসানো হচ্ছে চোখধাঁধানো ফোয়ারাও। কিন্তু প্রয়োজনীয় ফ্লাডলাইটের কাজই শেষ হয়নি। প্রায় একবছরেরও বেশি সময় ধরে বন্ধ ফ্লাডলাইটে ম্যাচ। আগামি নয়ই ফেব্রুয়ারির ডার্বি ম্যাচও নৈশালোকে হচ্ছে না,জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী। 
 
আগামি ২৩ ফেব্রুয়ারি কলকাতা লিগের ডার্বি ম্যাচ ফ্লাডলাইটে হওয়া নিয়েও প্রশ্ন রয়েছে। তার সিদ্ধান্ত হবে বুধবার।

.