এমএসডি-র ভবিষ্যত্ নিয়ে আলোচনা ঠিক নয় : যুবরাজ সিং

নিজস্ব প্রতিবেদন : মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে ভারতীয় ক্রিকেটে এখন ধোঁয়াশা। বিশ্বকাপের পর প্রথমে দু মাসের ছুটি নিয়েছিলেন ধোনি। ক্যারিবিয়ান সফরে যাননি মাহি। আপাতত লম্বা ছুটি নিয়েছেন এমএস ধোনি। ডিসেম্বর পর্যন্ত তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজেও খেলছেন না। এবার বিজয় হাজারে ট্রফিতেও তাঁকে দেখা যাবে না। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসবে ভারতে। সেই সিরিজে কি ধোনিকে দেখা যাবে! তা নিয়েও কোনও স্পষ্ট উত্তর নেই। তবে ধোনির ভবিষ্যত্ নিয়ে যে আলোচনা চলছে, তা একেবারেই ঠিক নয়। বিষয়টি একেবারেই না পসন্দ যুবরাজ সিংয়ের।

 

যুবরাজ সিং-এর মতে, "যদি ধোনি খেলে যেতে চায়, তাহলে আমার মতে, ওর সিদ্ধান্তকে সকলেরই শ্রদ্ধা করা উচিত্।" ধোনি-যুবি সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা সময়ে নানা কথা শোনা গিয়েছে।এমনকী যুবরাজের বাবা যোগরাজ সিং ধোনির বিরুদ্ধে কয়েকদিন আগেই সোচ্চার হয়েছিলেন। তবে যবুরাজ কিন্তু অন্য কথাই বলছেন। যুবি বলেন, "ওই মানুষটা(ধোনি) ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। ও দেশের অন্যতম সফল অধিনায়ক। তাই ওকে সময় তো দিতেই হবে।"
 

আরও পড়ুন - একদিন পিছিয়ে বোর্ডের নির্বাচন হবে ২৩ অক্টোবর

English Title: 
Yuvraj Singh has his say on MS Dhoni’s retirement rumours
News Source: 
Home Title: 

এমএসডি-র ভবিষ্যত্ নিয়ে আলোচনা ঠিক নয় : যুবরাজ সিং

এমএসডি-র ভবিষ্যত্ নিয়ে আলোচনা ঠিক নয় : যুবরাজ সিং
Yes
Is Blog?: 
No
Section: