ঘরোয়া ক্রিকেটে ফেরা হল না Yuvraj Singh-এর, অনুমতি দিল না BCCI

অবসর নেওয়ার পর তাঁকে কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলার অনুমতি দিয়েছিল বোর্ড।

Updated By: Dec 29, 2020, 07:10 PM IST
ঘরোয়া ক্রিকেটে ফেরা হল না Yuvraj Singh-এর, অনুমতি দিল না BCCI

নিজস্ব প্রতিবেদন- ঘরোয়া ক্রিকেটে ফেরা হচ্ছে না ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের। ১০ই জানুয়ারি থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। পাঞ্জাবের হয়ে খেলার কথা ছিল ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজের। কিন্তু শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে অনুমতি না পাওয়ায় ক্রিকেট মাঠে ফিরতে পারছেন না তিনি। ২০১৯ বিশ্বকাপ চলার সময়ই সবধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবি। সেই বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ায় রীতিমতো দুঃখ পেয়েছিলেন বলেই মন্তব্য করেছিলেন ঘনিষ্ঠমহলে। 

আরও পড়ুন-  মেলবোর্নে হার, জরিমানার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা গেল অজিদের

অবসর নেওয়ার পর তাঁকে কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলার অনুমতি দিয়েছিল বোর্ড। নিয়ম অনুযায়ী, ভারতীয় ক্রিকেটাররা সবধরণের ক্রিকেট থেকে অবসর নিলে তবেই বিদেশী লিগে খেলতে পারবেন। তবে সোমবার তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা।  এর আগে পাঞ্জাবের ৩০ জনের দলে নাম ঘোষণা করা হয়েছিল তাঁর। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে সৈয়দ মুস্তাকে খেলার সিদ্ধান্ত নেন যুবরাজ। শুরু করে দিয়েছিলেন অনুশীলনও। তবে শেষপর্যন্ত ভাগ্য সহায় হল না সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যানের।

.