শূন্যে নতুন রেকর্ড নিউজিল্যান্ডের

কিউই ক্রিকেটে নয়া রেকর্ড। দুঃখের কথা সেটা লজ্জার। সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের মুখে নিউজিল্যান্ড। স্টেইন গানের সামনে পড়ে কিউই ব্যাটসম্যানদের অবস্থা বেশ খারাপ।

Updated By: Aug 30, 2016, 06:22 PM IST
শূন্যে নতুন রেকর্ড নিউজিল্যান্ডের

ওয়েব ডেস্ক: কিউই ক্রিকেটে নয়া রেকর্ড। দুঃখের কথা সেটা লজ্জার। সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের মুখে নিউজিল্যান্ড। স্টেইন গানের সামনে পড়ে কিউই ব্যাটসম্যানদের অবস্থা বেশ খারাপ।

আরও পড়ুন- রিও অলিম্পিকে ঐতিহাসিক সোনা জয়ীর এ কী হাল!

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ৫টি উইকেট পড়েছে, তার মধ্যে তিনটিই নিয়েছেন স্টেইন। আর নিউজিল্যান্ডের লজ্জার রেকর্ডটা হারের মুখে দাঁড়িয়ে থাকা দলকে আরও কষ্ট দিচ্ছে। নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম আর মার্টিন গুপ্তিল দুজনেই শূন্য রানে আউট হন। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটল যেখানে তাদের দুই ওপেনারই একই ইনিংসে টেস্টে শূন্য রানে আউট হলেন।

প্রথম ইনিংসে দ.আফ্রিকা করে ৪৮১ রান। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় ২১৪ রানে। দ্বিতীয় ইনিংসে ১৩২ রান তোলার পর ডিক্লেয়ার ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

.