রিলাক্সড মুডে ইব্রা
হাঁটুর অস্ত্রোপচারের পর রিলাক্সড মুডে ইব্রাহিমোভিচ। সার্জারির পর আপাতত মিয়ামিতে আছেন সুইডিশ এই তারকা। সেখানেই সুইমিং পুলে ইব্রার বিন্দাস মেজাজে সময় কাটানোর ছবি প্রকাশ্যে এল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সি গায়ে প্রথম মরসুমটা দুরন্ত কেটেছিল ইব্রাবিমোভিচের। তবে শেষটা ভাল হয়নি। ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে হাঁটুতে গুরুতর চোট পেয়ে দীর্ঘসময় মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এই চোটের ফলে ইব্রার ফুটবল কেরিয়ারই অনিশ্চিত হয়ে পড়বে। তবে চিকিতসকরা জানাচ্ছেন হাসাপাতালে থাকার সময় থেকেই রিহ্যাব শুরু করে দিয়েছেন সুইডিশ তারকা। চিকিতসকরা জানাচ্ছেন ইব্রার হাঁটু অনেকের থেকে বেশ শক্ত। তাছাড়া মানসিক দিয় থেকেও খুব শক্তিশালী ইব্রাহিমোভিচ। তাই সুইডিশ তারকার দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী তারা।
![রিলাক্সড মুডে ইব্রা রিলাক্সড মুডে ইব্রা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/16/85767-ibra.jpg)
ব্যুরো: হাঁটুর অস্ত্রোপচারের পর রিলাক্সড মুডে ইব্রাহিমোভিচ। সার্জারির পর আপাতত মিয়ামিতে আছেন সুইডিশ এই তারকা। সেখানেই সুইমিং পুলে ইব্রার বিন্দাস মেজাজে সময় কাটানোর ছবি প্রকাশ্যে এল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সি গায়ে প্রথম মরসুমটা দুরন্ত কেটেছিল ইব্রাবিমোভিচের। তবে শেষটা ভাল হয়নি। ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে হাঁটুতে গুরুতর চোট পেয়ে দীর্ঘসময় মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এই চোটের ফলে ইব্রার ফুটবল কেরিয়ারই অনিশ্চিত হয়ে পড়বে। তবে চিকিতসকরা জানাচ্ছেন হাসাপাতালে থাকার সময় থেকেই রিহ্যাব শুরু করে দিয়েছেন সুইডিশ তারকা। চিকিতসকরা জানাচ্ছেন ইব্রার হাঁটু অনেকের থেকে বেশ শক্ত। তাছাড়া মানসিক দিয় থেকেও খুব শক্তিশালী ইব্রাহিমোভিচ। তাই সুইডিশ তারকার দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী তারা।